সামনে পুজো তবুও মন ভালো নেই দর্জিদের



সামনে পুজো তবুও মন ভালো নেই দর্জিদের। জামার অর্ডার পাচ্ছে না তারা। তাই মাস্কের উপর নির্ভর করে চলছে নিজেদের জীবিকা-নিজেদের সংসার।

পেশার পরিবর্তন না করেই নিজেদের জানা কাজকে গুরুত্ব দিয়ে তৈরি করছেন  মাস্ক। এটি তৈরি করে  নিজেদের পরিবারের সদস্যদের মুখে ভাত তুলে দিতে পারছেন জলপাইগুড়ির দর্জিয়ালারা।

দীর্ঘ  লক ডাউনের জন্য মানুষের পেশার পরিবর্তন হয়েছে। কিন্তু এমন কিছু পেশার মানুষ আছেন যারা নিজেদের কাজ বয়সের জন্য পরিবর্তন করতে পাচ্ছেন না। তাই এখন সেই সমস্ত দর্জিরা এখন নিজেদের পেষাকে একরেখে তৈরি করছেন মাস্ক।

শুধু মাস্ক তৈরি নয়  নিজেরাই বিক্রিও করছেন। তবে সামান্য মাস্ক বিক্রির টাকায় যে নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। তাই পূজা এলেও মন ভালো নেই তাদের।