Latest News

6/recent/ticker-posts

Ad Code

দাগি অযোগ্য শিক্ষকের তালিকায় জেলা পরিষদ সদস্যার স্বামী, বিতর্কে নতুন মাত্রা

দাগি অযোগ্য শিক্ষকের তালিকায় জেলা পরিষদ সদস্যার স্বামী, বিতর্কে নতুন মাত্রা

ssc



অবশেষে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) অযোগ্য শিক্ষক–শিক্ষিকাদের তালিকা প্রকাশ করেছে। আর সেই তালিকাতেই উঠে এসেছে মালদহের তৃণমূল নেতা শামসুদ্দিন আহমেদের নাম। জানা গিয়েছে, তিনি রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবেই পরিচিত। ফলে এই ঘটনা ঘিরে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।




বিজেপির কটাক্ষ, দলের প্রভাব খাটিয়েই চাকরি পেয়েছেন শামসুদ্দিন। অন্যদিকে তৃণমূলের দাবি, এখানে দলের কোনও ভূমিকা নেই। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই এসএসসি এই তালিকা প্রকাশ করেছে।




শামসুদ্দিন আহমেদকে প্রায়শই বিভিন্ন দলীয় কর্মসূচি, এমনকি রাস্তা উদ্বোধনের মতো সরকারি অনুষ্ঠানে মন্ত্রী সাবিনা ইয়াসমিনের পাশে দেখা যায়। তাঁর স্ত্রী সারিকা খাতুন আবার মালদা জেলা পরিষদের তৃণমূল সদস্য। তবে এই বিষয়ে শামসুদ্দিন বা তাঁর স্ত্রী কেউই এখনও প্রকাশ্যে মুখ খোলেননি।




রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এসএসসি–র প্রকাশিত তালিকা নিয়ে ফের একবার উত্তাল হয়েছে রাজনৈতিক মহল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code