পুজোর মাসে আবহাওয়ার পূর্বাভাস-সেপ্টেম্বরে রেকর্ড বৃষ্টির সম্ভাবনা!
কলকাতা: এবার পুজো (দুর্গাপূজা ২০২৫) কিছুটা আগেই চলে এসেছে, আর তাই সকলের মনে একটাই প্রশ্ন, পুজোয় কি বৃষ্টি হবে? দেশের আবহাওয়া দফতর (IMD) সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই বছর সেপ্টেম্বরে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষত, উত্তর-পশ্চিম ভারতের কিছু রাজ্য যেমন উত্তরাখণ্ড, দক্ষিণ হরিয়ানা, দিল্লি-এনসিআর এবং উত্তর রাজস্থানে ২০ থেকে ৩০ শতাংশ বেশি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি, পশ্চিমবঙ্গের জন্যও রয়েছে একই পূর্বাভাস।
বাংলায় কেমন থাকবে আবহাওয়া?
IMD-এর পূর্বাভাস অনুযায়ী, সেপ্টেম্বরে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই স্বাভাবিকের চেয়ে ২০-৩০ শতাংশ বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও উত্তরবঙ্গের (দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং) বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের চেয়ে কিছুটা কম হতে পারে, তবে সামগ্রিকভাবে রাজ্যে বৃষ্টির ঘাটতি অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। IMD আরও জানিয়েছে যে মৌসুমী বায়ু স্বাভাবিক অবস্থানে থাকলেও, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপগুলো পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে রাজস্থান পর্যন্ত পৌঁছাতে পারে। এর ফলে পশ্চিমবঙ্গের ওপরও এর প্রভাব পড়বে এবং বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে।
ভারী বৃষ্টির সতর্কবার্তা
সেপ্টেম্বর মাসের প্রথম ও তৃতীয় সপ্তাহে বৃষ্টির প্রভাব চরমে পৌঁছাতে পারে। বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি (২৪ ঘণ্টায় ৬৪.৫ মিমি-এর বেশি) হতে পারে। এমনকি উত্তরাখণ্ড ও হরিয়ানার কিছু অংশে অতিভারী বৃষ্টি (২০৪.৫ মিমি-এর বেশি) হওয়ার আশঙ্কাও রয়েছে। এর ফলে উত্তরাখণ্ডে গঙ্গা ও যমুনা অববাহিকায় প্লাবন এবং ভূমিধসের ঝুঁকিও রয়েছে। আরব সাগর ও বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে মৌসুমী বায়ুর বিদায়ও এই বছর দেরিতে হবে।
২০২৪ সালের সেপ্টেম্বরে সারা দেশে বৃষ্টিপাত হয়েছিল ১১৫ শতাংশ, এবং চলতি বছর সেই রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলে আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছে। লা-নিনার প্রভাবে উত্তর-পশ্চিম ভারতে বৃষ্টির মাত্রা বৃদ্ধি পাবে।
এই পূর্বাভাস অনুযায়ী, পুজোর প্রস্তুতিতে বৃষ্টি থেকে বাঁচার উপায় খুঁজে রাখতে হবে। তবে এই বৃষ্টি হয়তো বছরের বাকি সময়ের বৃষ্টির ঘাটতি কিছুটা কমিয়ে দেবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊