নতুন iPhone নেই অ্যাডাপ্টার: তাই নিয়ে একটু মজা করলো Samsung
তনজিৎ সাহা, কলকাতা
সদ্য একটি ভারচুয়াল ইভেন্টের মাধ্যমে নতুন iPhone ১২ কে জনসমক্ষে আনে Apple। এই নিয়ে আইফোন প্রেমীদের মধ্যে উৎসাহের শেষ নেই। একাধিক নতুন ফিচারস ও আরও অনেক কিছু ফোনটিকে আকর্ষণীয় করে তুলেছে। কিন্তু আইফোনের নতুন এই ভার্সন নিয়ে এবার অ্যাপলকে কটাক্ষ করে টুইট করল তাঁদের সবচেয়ে বড় প্রতিপক্ষ Samsung.
নিজেদের ফেসবুক পেজে দক্ষিণ কোরীয় সংস্থার পক্ষ থেকে নাম না করেই অ্যাপলকে উদ্দেশ্য করে লেখা হয়, ‘‘আপনার গ্যালাক্সি ফোনটি কিন্তু ফোনের অন্যতম জরুরি জিনিস অ্যাডাপ্টার থেকে শুরু করে সেরা ক্যামেরা, ব্যাটারি, মেমোরি এবং ১২০ হার্ৎজ স্ক্রিনের সঙ্গে বাজারে আসছে।’’
স্যামসাং কোম্পানির পোস্টটিকে অনেকে সমর্থনও করেছে। তবে অনেকেই আবার আগের প্রসঙ্গও টেনে আনেন। ২০১৭ সালে হেডফোন ছাড়া নতুন ফোন বার করেছিল Apple। সে বিষয়েও কটাক্ষ করতে পিছুপা হয়নি Samsung। পরবর্তীতে আবার নিজেরাই একই সিদ্ধান্ত নেয়। এই কথাটিই এক নেটিজেন সরাসরি কমেন্ট করে জানান, ‘‘এরপর বছর ঘুরতে না ঘুরতে নিজেরাও তো একই সিদ্ধান্ত নেবেন। আমি এই ছবিটিকে সেভ করে রাখলাম।’’
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊