BREAKING NEWS: করোনা আক্রান্ত হলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ 




এর আগে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়, মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল-সহ একাধিক বিজেপি নেতা-নেত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। এবার করোনা আক্রান্ত হলে ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কয়েকদিন আগেই নবান্ন অভিযানে মাস্ক - সামাজিক দূরত্ব কোনও কিছুর তোয়াক্কা না করেই বিশাল সমাবেশ মিছিল নিয়ে নবান্ন অভিযানে যায় বিজেপি। সেখানে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষও। পাশাপাশি, মহামারি আবহেই সমাবেশ করে বিভিন্ন কর্মসূচী চলছেই। তারপরেই রাজ্য সভাপতির শারীরিক অসুস্থতা দেখা দেওয়ায় চিন্তা বাড়তে থাকে। করোনা আক্রান্ত হননি তো দিলীপ? চলতে থাকে সন্দেহ। সেই সন্দেহ সঠিক হল। করোনা আক্রান্ত হলেন তিনি। 



সূত্রের খবর, গত কয়েক দিন ধরে অসুস্থ তিনি। বাতিল করেছেন একাধিক কর্মসূচী। জানা যায় আচমকা অসুস্থ হয়ে পড়েছেন তিনি। গত তিনদিন ধরেই হালকা জ্বর এবং শ্বাসকষ্টে ভুগছিলেন। শারীরিক অবস্থা দেখতে চিকিৎসক বাড়িতেও গিয়েছিলেন তাঁর। পরে করোনা রিপোর্ট করালে সেই রিপোর্ট পজিটিভ আসে। 



রিপোর্ট পজিটিভ আশার পরেই তড়িঘড়ি তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। সূত্রের খবর, ১০২ ডিগ্রি জ্বর নিয়ে সল্টলেকের আমরি হাসপাতালে ভর্তি নিয়েছেন তিনি। তবে অক্সিজেনের পরিমাণ স্বাভাবিক রয়েছে। 


রাজ্য সভাপতির করোনা আক্রান্তের খবর ছড়িয়ে পড়তেই চিন্তার ভাঁজ গেরুয়া শিবিরে।