কামিন্স-মরগ‍্যানের দুরন্ত ব‍্যাটিংয়েই স্কোর গড়ল কলকাতা নাইট রাইডার্স



কামিন্স-মরগ‍্যানের দুরন্ত ব‍্যাটিংয়েই স্কোর গড়ল কলকাতা নাইট রাইডার্স 




আজ আইপিএল ২০২০-এ মুখোমুখি মু্ম্বাই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্স। টসে জিতে প্রথম ব‍্যাট করার সিদ্ধান্ত নেয় কলকাতা। এদিন কলকাতা রদবদল করে মাঠে নামে। মর্গ‍্যানের ঘাড়ে নায়কের দায়িত্ব চেপে ব‍্যাট করতে নামে কলকাতা। 


আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ব‍্যাট হাতে ব‍্যর্থ হয় নাইটের একাধিক তারকা ব‍্যাটসম‍্যান।



কলকাতার হয়ে ত্রিপাটি ও গিল ওপেন করতে নেমে বড় স্কোর করতে পারেনি। ২.৬ ওভারে ১৮ রানে ত্রিপাটি আউট হয়ে যায়। ত্রিপাটি ৯ বলে ৭ রান করেই প‍্যাভিলিয়নে ফেরেন বোল্টের বলে তালুবন্দি করে সূর্য কুমার। গিল করে ২৩ বলে ২১ রান। চাহারের বলে রাহুল ক‍্যাচ ধরেই ৭.৩ ওভারে ফেরে গিল। তার আগে ৫.৩ ওভারে মাঠ ছাড়েন নিতীশ। নিতীশ করে ৬ বলে ৫ রান। নীলের বল উইকেট কিপার কক এর হাতে ধরা দেন নিতীশ। চাহারের বলে ৪ রান করেই প‍্যাভিলিয়নে ফেরেন প্রাক্তন অধিনায়ক কার্তিক। রাসেল এদিন মাঠে নামলেও ভালো পারফর্ম করতে পারেনি। ৯ বলে ১২ রানে করে ১০.৪ ওভারেই বুমরাহ বলে ডি ককের হাতে ধরা দেয়। ম‍্যাচ প্রাণ পায় কামিন্স-মরগ‍্যানের ঝুটি। এদিন মরগ‍্যান দুইটা চার ও দুইটা ছয়ে ২৯ বলে ৩৯ রানের ইনিংস গড়ে। অন‍্যদিকে, ৫টি চার ও ২টি ছয়ে ৩৬ বলে ৫৩ রানের ইনিংস সাজান কামিন্স। অবশেষে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৮ রানের স্কোর গড়ে কলকাতা। 




মুম্বাইয়ের হয়ে ৪ ওভারে ১৮ রান খরচ করে ২টি উইকেট সংগ্রহ করে চাহার। বুমরাহ, নীল ও বোল্ট একটি করে উইকেট তোলে।

Post a Comment

thanks