আগামী বছরেও কি এবারের মতন মহালয়ার এক মাস পর দুর্গা পূজা? জেনে নিন আগামী বছরের সময় সূচী
করোনা আবহে এবছরের মতন শেষ হলো বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। বিজয়ার শুভেচ্ছা জানানোর পালা। আগামী বছরে এবারের মতন বাধানিষেধ থাকবে না, মন ভরে আনন্দ হবে আগামী বছর এই বার্তায় জানানো হচ্ছে বিজয়ার শুভেচ্ছাতে। কিন্তু জানেন কি আগামী বছর কবে হতে চলেছে দুর্গা পূজা? এবছরের মতন কি মহালয়ার এক মাস পর দুর্গা পূজা?
না, আগামী বছর ৬ অক্টোবর, বুধবার হচ্ছে দেবীর আগমন ।
- ১০ অক্টোবর, রবিবার- পঞ্চমী (Panchami)
- ১১ অক্টোবর, সোমবার- মহাষষ্ঠী (Maha Sasthi)
- ১২ অক্টোবর, মঙ্গলবার- মহাসপ্তমী (Maha Saptami)
- ১৩ অক্টোবর, বুধবার- মহাষ্টমী (Maha Ashtami)
- ১৪ অক্টোবর, বৃহস্পতিবার- মহানবমী (Maha Nabami)
- ১৫ অক্টোবর, শুক্রবার- বিজয়াদশমী (Vijaya Dashami)
দেশে-বিদেশে আপামর বাঙালি মুখিয়ে আছে আগামী বছরের এই দিন কয়টার জন্য। আগামী বছর করোনা মুক্ত পৃথিবীতে মা আসবেন, আবার আনন্দে জাগবে ভূবন-শিউলির ফুল ঝরবে শিশির সকালে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊