'ও চাঁদ, চোখের জলের লাগল জোয়ার দুখের পারাবারে'- কবি কল্পিত দৃশ্যই সত্য বলে প্রমাণিত! 


বিবিসি থেকে সংগৃহীত ছবি 



রবীন্দ্রনাথ লিখেছিলেন- 
"ও চাঁদ, চোখের জলের লাগল জোয়ার দুখের পারাবারে,
হল কানায় কানায় কানাকানি এই পারে ওই পারে॥" 
- কবির লেখাই সত্য বলে প্রমাণিত হলো এবার। তবে চোখের জল নয় পানীয় জলের প্রচুর সম্ভার খুঁজে পেল মার্কিন মহাকাশ সংস্থা নাসা । 


নেচার এ্যাস্ট্রনমি নামের একটি বিজ্ঞান সাময়িকীতে এক নিবন্ধে আবিষ্কারটির কথা জানিয়েছে নাসার স্ট্রাটোস্ফেরিক অবজারভেটরি ফর ইনফ্রারেড এ্যাস্ট্রনমি (সোফিয়া)। 

এ বিষয়ে নাসা’র মহাকাশ-পদার্থবিজ্ঞান বিভাগের পরিচালক পল হার্টজ জানান, চাঁদে জল থাকার আভাস আগেই পেয়েছিলেন তারা। চাঁদের যে অংশে সূর্যের আলো পড়ে, সেখানে জল থাকতে পারে বলে ধারণা করেছিলেন তারা। আর এই আবিষ্কারের মাধ্যমে সেই ধারণা বাস্তবে প্রমাণিত হলো। 


এ বিষয়ে সোফিয়া জানায়, এর আগেও চন্দ্রপৃষ্ঠে কিছু হাইড্রোজেনের অস্তিত্ব পাওয়া গিয়েছিল, কিন্তু তা জলের আকারে আছে কিনা তা স্পষ্ট হয়নি। তবে এবার চাঁদের দক্ষিণ গোলার্ধে ক্লাভিয়াস নামে একটি জ্বালামুখে জলের অণুর উপস্থিতি পাওয়া গেছে।