Latest News

6/recent/ticker-posts

Ad Code

পুজোর মরশুমে দুঃস্থদের মুখে হাসি ফোটানোর প্রয়াস




পুজোর মরশুমে দুঃস্থদের মুখে হাসি ফোটানোর প্রয়াস 



সুজাতা ঘোষ , বাগডোগরা :


করোনা আবহে পকেটে টান সকলের। এদিকে শুরু হয়ে গেছে উৎসবের মরশুম। মহালয়া হয়ে গেলেও এবারের পুজো অনেক দেরি। করোনা সংক্রমণের জেরে পুজোর আনন্দেও যেন কিছুটা ভাটা পড়ে গেছে। তবে থেমে নেই নবারুন। 





নবারুণ নামক একটি সামাজিক সংগঠনের উদ্যোগে পুজোর মরশুমে দুঃস্থদের মুখে হাসি ফোটানোর প্রয়াস। গতকাল নবারুন সংস্থা, নক্সালবাড়ি মনিরাম গ্রামপঞ্চায়েতের ঝাবু জোতের দুঃস্থ বাসিন্দাদের হাতে দুর্গা পূজার প্রাক্কালে তুলে দিলেন নতুনের মোড়কে মোড়ানো পুরোনো কিছু বস্ত্র ।






এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন নবারুন গ্রুপের সদস্য পিন্টু বিশ্বাস ,অঙ্কিতা ঘোষ, নারায়ান বর্মন ,ঋত্বিক বিশ্বাস, সুব্রজিত ঘোষ , কিঙ্কর ঘোষ, সুদীপ্তা বিশ্বাস,শুভময় পাল, সহ অন্যান্যরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code