Latest News

6/recent/ticker-posts

Ad Code

স্নাতকোত্তর শ্রেণীর পরীক্ষার্থীদের ADMIT কার্ড ডাওনলোড বিষয়ে বিজ্ঞপ্তি, দেখে নিন কোন ওয়েবসাইট থেকে ডাওনলোড হবে

 
স্নাতকোত্তর শ্রেণীর পরীক্ষার্থীদের ADMIT কার্ড ডাওনলোড বিষয়ে বিজ্ঞপ্তি, দেখে নিন কোন ওয়েবসাইট থেকে ডাওনলোড হবে 



সংবাদ একলব্যঃ করোনা আবহে কলেজ, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগেই। সেই পথ অনুসরণ করে কিছুদিন আগে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি তাদের  পোস্ট গ্র্যাজুয়েট এর অন্তিম পর্বের পরীক্ষাও এবার অনলাইনে হবে বলে বিজ্ঞপ্তি জারি করে। 


বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় জুন ২০২০ এর স্নাতকোত্তর শ্রেণীর (Post Graduate Term End Theory (Exit) Examination June-2020) এর অনলাইন পরীক্ষা আগামী ১ অক্টোবর থেকে ১৮ অক্টোবর, ২০২০ এর মধ্যে অনুষ্ঠিত হবে। 

আজ একটি বিজ্ঞপ্তি জারি করা হয়- সেখানে স্নাতকোত্তরের পরীক্ষার ADMIT CARD Download এর বিষয়ে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ৬ অক্টোবর ২০২০ তারিখ বিকাল ৪ টা থেকে ADMIT CARD Download করা যাবে। আর এর জন্য নীচের ওয়েবসাইট দুটিতে যেতে হবে-

www.pcdpcal.com

অথবা 

www.wbnsou.ac.in
এছাড়া পরীক্ষা সংক্রান্ত কোন জিজ্ঞাসার জন্য যোগাযোগ করতে একটি হেল্পলাইন নাম্বারও  দেওয়া হয়েছে, যেখানে সকাল ১১ টা থেকে বিকাল ৫ টার মধ্যে ফোন করা যাবে । Helpline No.: 9830338974

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code