অষ্টম দফায় বিদ্যালয়ে মিড-ডে-মিল বিতরণ কবে থেকে আর কি থাকবে এবার , জেনে নিন

অষ্টম দফায় বিদ্যালয়ে মিড-ডে-মিল বিতরণ কবে থেকে আর কি থাকবে এবার , জেনে নিন 



করোনা মহামারী কেড়ে নিয়েছে মানব সভ্যতার স্বাভাবিক চলার ছন্দ l

বাঁধা পড়েছে সামাজিক, ধর্মীয় ও সংস্কৃতিক কর্মকাণ্ডে l তবুও মানুষ থেমে থাকেনি লড়াই চালিয়ে যাচ্ছে অদৃশ্য শত্রুর সঙ্গে l

মহামারীর প্রভাব পড়েছে দেশীয় অর্থনীতি থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থায় l


দীর্ঘ সাত মাস ধরে বন্ধ রয়েছে দেশের শিক্ষা প্রতিষ্ঠান, কিছু প্রতিষ্ঠানে অনলাইনে শিক্ষা ব্যবস্থা চালিয়ে গেলেও দেশের প্রান্তিক প্রান্তে সফলতা পায়নি l

এই অতিমারীতে রাজ্যের প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তাঁদের জন্য বরাদ্দ মিড ডে মিলের খাদ্য থেকে যাতে বঞ্চিত না হয় সেদিকে শুরু থেকেই স্বচেষ্ট পশ্চিমবঙ্গ সরকার l

গত কয়েক দফায় চাল, ডাল, আলু, ছোলা, স্যানিটাইজার ও সাবান বিতরণ হয়েছে সরকারি ও সরকার  পোষিত স্কুল গুলিতে l

আগামী নভেম্বর মাসে অষ্টম দফায় খাদ্য দ্রব্য ও সাবান বিতরণের নির্দেশ পৌঁছে গেছে বিভিন্ন জেলায় l

ঝাড়গ্রাম জেলা শাসকের দপ্তর থেকে নির্দেশ পৌঁছে গেছে প্রত্যেক পরিদর্শক ও প্রধান শিক্ষকদের কাছে l

আগামী নভেম্বর মাসের ৯তারিখ থেকে ১০তারিখে এই  বিতরণ করা হবে এই জেলায় l সূত্রের খবর একই সময় অন্যান্য জেলাতেও বিতরণ হবে। তবে প্রতিটি বিদ্যালয় নির্দিষ্ট তারিখ জানিয়ে দেবে। 

২কেজি চাল, ১কেজি আলু, ১কেজি ছোলা ও একটি ১০টাকা মূল্যের সাবান বিতরণ করা হবে l

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ