মাধ্যমিকের পিপিএস(PPS) এবং পিপিআর(PPR) এর ফলাফল দেখা যাবে এবার অনলাইনেই





করোনা আবহের আগেই মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেলেও করোনার জেরেই ফল প্রকাশ অনেকটা দেরিতে হয়েছে মাধ্যমিকের।  পাশাপাশি, যেসব পরীক্ষার্থী তাঁদের ফলে সন্তুষ্ট নয় তাঁরা প্রতি বছরের মতো এবারের খাতা যাচাই করতে আবেদন করবার ব্যবস্থা করা হয়। 



জানা গেছে, মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ীএই বছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের পিপিএস(PPS) এবং পিপিআর(PPR) ফর্ম এ অভিভাবক-অভিভাবিকারাই পরীক্ষার্থীদের হয়ে সই করেন। এছাড়াও, বিদ্যালয়ের প্রধান শিক্ষক/ শিক্ষিকা অথবা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক/ শিক্ষিকা পরীক্ষার্থীদের থেকে সাদা কাগজে একটি আবেদনপত্র জমা নেয় এবং পিপিএস ও পিপিআর ফর্ম এর সাথে সেই আবেদনপত্রটি জুড়ে দেওয়া হয়।

যারা  পিপিএস(PPS) এবং পিপিআর(PPR) ফর্ম পূরণ করেছিলো তাদের ফলাফল জানতে নীচের যেকোন ওয়েবসাইটে ২১ অক্টোবর দুপুর ১ টা থেকে দেখা যাবে । 


এছাড়াও গুগুল প্লেস্টোর থেকে APP ডাওনলোড করেও দেখা যাবে ফলাফল-