ক্রেতাদের মধ্যে উৎসবের আমেজ এনে দিতে মিউজিক ভিডিও লঞ্চ করল জয় পার্সোনাল কেয়ার 



প্রকাশ পেল ১০ জন জনপ্রিয় বাঙালিকে নিয়ে তৈরি মিউজিক ভিডিও ‘দুগগা এল’ 



মুম্বাই, অক্টোবর ১৪, ২০২০: আর এস এইচ গ্লোবাল প্রাইভেট লিমিটেডের ভারতীয় স্কিন কেয়ার ব্র্যান্ড জয় পার্সোনাল কেয়ার দেশের উৎসবের মরসুম তথা পশ্চিমবঙ্গের দুর্গাপুজো উপলক্ষে এক নতুন ক্যাম্পেন লঞ্চ করেছে। এই ক্যাম্পেনের অঙ্গ হিসাবে এক চনমনে, প্রাণোচ্ছ্বল মিউজিক ভিডিও প্রকাশ করা হয়েছে, যাতে রয়েছেন ১০ জন জনপ্রিয় বাঙালি তারকা। ‘দুগগা এল’ নামে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে সেইসব মুহূর্ত, যেগুলোতে বাংলার দুর্গোৎসবের মেজাজ ধরা পড়ে। 


মুহূর্তগুলো বন্দী হয়েছে প্রধান চরিত্র প্রিয়াঙ্কা সরকারের লেন্সে। তিনি ক্যামেরা নিয়ে সারা শহর চষে ফেলছেন। মনামী ঘোষ, স্বস্তিকা দত্ত, অদ্রিজা রায়, অন্তশীলা ঘোষ, রোশনি ভট্টাচার্য, ঋত্বিকা সেন, সন্দীপ্তা সেন, তৃণা সাহা আর বিবৃতি চ্যাটার্জি --- অর্থাৎ অন্য তারকারা --- উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত। প্রিয়াঙ্কা তাঁদের সেই আনন্দের মুহূর্তগুলো ধরে রাখছেন ক্যামেরায়। ভিডিওর গানটি গেয়েছেন আকৃতি কক্কর। দর্শকদের মন ছুঁয়ে যাবে এই ট্র্যাক, কারণ এতে বাংলার পুজোর আনন্দের আমেজ রয়েছে। 

যদিও এ বছর বিশ্বব্যাপী অতিমারি এবং সুরক্ষা নিয়ে উদ্বেগের জন্য আনন্দ উদযাপনে অনেকটা কাটছাঁট হবে, তবু জয় পার্সোনাল কেয়ার উৎসবের মেজাজটা বজায় রাখতে চায়। তাই বিভিন্ন মিডিয়া চ্যানেলের মাধ্যমে দর্শকদের নিজেদের সাথে যুক্ত করে উৎসবের পরিবেশ তৈরি করাই ব্র্যান্ডটির লক্ষ্য। ক্যাম্পেনের গানটি টিভি, রেডিও, ও টি টি প্ল্যাটফর্ম এবং এস ভি এফ ব্র্যান্ডসের সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে বাজানো হবে। শুধু তা-ই নয়, যে ১০ জন তারকার এই মিউজিক ভিডিওতে আছেন, তাঁদের ইন্সটাগ্রাম প্রোফাইলগুলোর মাধ্যমে একটি আকর্ষণীয় ডান্স চ্যালেঞ্জও চালানো হবে। এই চ্যালেঞ্জ হবে মিউজিক ভিডিওটির হুক স্টেপের উপর ভিত্তি করে। সেরা ৫০ টি এন্ট্রিকে জয় পার্সোনাল কেয়ারের পক্ষ থেকে দেওয়া হবে এক্সক্লুসিভ প্রোডাক্ট হ্যাম্পার। ব্র্যান্ডটির লক্ষ্য এই ক্যাম্পেনের মাধ্যমে পশ্চিমবঙ্গের ৫ মিলিয়ন মানুষের কাছে পৌঁছানো। 

সুনীল আগরওয়াল, চেয়ারম্যান, জয় পার্সোনাল কেয়ার, বললেন, “সাধারণত পশ্চিমবঙ্গের দুর্গাপুজো যৌবনের উদ্দীপনায় আর প্রাণোচ্ছ্বল উদযাপনে ভরপুর থাকে। এবারে উৎসব অনেকটাই স্তিমিত থাকবে, কিন্তু আমাদের লঞ্চ করা এই সাম্প্রতিক ক্যাম্পেন দেখাচ্ছে কিভাবে উদযাপনের ধরনটা এই মরসুমে বদলে গেলেও উৎসবের মেজাজটা একই আছে। আশা করি দর্শকরা আমাদের মিউজিক ভিডিওর তালে তালে নাচবেন আর আমাদের ব্র্যান্ডের সাথে গভীরতর বন্ধনে আবদ্ধ হবেন।” 

পৌলমী রায়, চিফ মার্কেটিং অফিসার, জয় পার্সোনাল কেয়ার বললেন “পশ্চিমবঙ্গই আমাদের ব্র্যান্ডের ঘরবাড়ি, আর পুজোর সময় এখানে অনেক ব্র্যান্ড সক্রিয় হয়ে ওঠে, ফলে ভিড় তৈরি হয়। তাই বাংলার মানুষের মধ্যে উৎসবের মেজাজ তৈরি করতে আমরা অন্য পথ খুঁজছিলাম। আমাদের মূল্য লক্ষ্য হল ১৫-৩০ বছর বয়সী মহিলারা। আমরা নিশ্চিত ছিলাম যে এই সময়ে দাঁড়িয়ে সঙ্গীতের সঙ্গে তাঁরা একাত্মবোধ করবেনই। এই ক্যাম্পেনের দ্বিতীয় ধাপে আমরা মানুষকে ব্র্যান্ডের সাথে উৎসব উদযাপনে যুক্ত হতে বলছি। আমরা যে চ্যালেঞ্জ লঞ্চ করছি তাতে উপভোগ্য কনটেন্ট তৈরি হবে এবং যাঁরা জয়ী হবেন তাঁদের আমরা পুরস্কৃত করব। বিশেষত বাংলার যুবক-যুবতীদের মধ্যে আমরা এই ক্যাম্পেনের ভাল প্রতিক্রিয়া আশা করছি।” 



অরিন্দম বিশ্বাস, হেড অফ এস ভি এফ ব্র্যান্ডস, বললেন, “এই ক্যাম্পেন এস ভি এফ ব্র্যান্ডস আর জয় পার্সোনাল কেয়ারের আরেকটা সফল সংযুক্ত প্রয়াস। এতে শিল্পী এবং কলাকুশলীদের একটা মনে রাখার মত সমাগম হয়েছে ‘দুগগা এল’ গানটা তৈরি করতে। গানটার মূল উদ্দেশ্য হল পুজোর পরিবেশটা তৈরি করা আর এই অতিমারিতে বিগড়ে থাকা মন মেজাজ ভাল করা। এই ব্যাপারটাকে খুব যত্ন করে দেখানো হয়েছে, যাতে দর্শকদের সাথে জোরালো সংযোগ তৈরি হয়। বলা বাহুল্য যে আমি এই ক্যাম্পেনের পরিকল্পনা আর রূপায়ণ --- দুটো নিয়েই আশাবাদী। গানটা আর দৃশ্যগুলো এত শক্তিশালী যে দর্শকদের ছুঁয়ে যাবেই। তাঁরা এখান থেকে একটা ইতিবাচক বার্তাও পাবেন। আমরা, এস ভি এফ ব্র্যান্ডস, আশা করছি ভবিষ্যতে জয় পার্সোনাল কেয়ারের সাথে হাত মিলিয়ে এরকম আরো আকর্ষণীয় ব্র্যান্ডেড কনটেন্ট তৈরি করব।” 


About RSH Global: 

RSH Global PVT Ltd was established in 1988 in Kolkata, materialising the single, strong vision of its makers - “To be recognised as one of the leading personal care companies that will deliver the best of consumer hygiene and personal grooming for both for men & women globally." The organisation strives to provide a complete personal care product range with its brands like JOY, X-MEN and Karis, which offer innovative, quality personal care products at affordable prices. 



The growing satisfaction of consumers testifies the fact that RSH - a 1st generation Indian company from Kolkata - now has a marked global presence in more than 25 countries including Africa, Middle-East and the SAARC countries. Its manufacturing excellence stems from the passion to create the best quality product. With two manufacturing units at Himachal Pradesh (Baddi) & in Kolkata (West Bengal), RSH is capable of manufacturing high quality personal care products. 



RSH provides the best quality product to the customers, depending on consistent quality im-provement at every step of product development through international tools like Consumer Safety, 4P, 5S, HACCP, TPM, etc. 



With a work force of 1500 employees across all departments, a presence of over 10 lakh retail outlets across the world and Distribution networks of 1000 in the country - RSH is constantly working towards its vision "empowering people to look better, feel better and do more”.