আলিপুরদুয়ারের পুজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়
নবান্ন সভাঘর থেকে 'চা সুন্দরী' অলিপিরদুয়ার জেলার সাতটি দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বুধবার ভিডিও কনফারেন্স-এর মাধ্যমে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পুজোর পাশাপাশি আলিপুরদুয়ারের পুজোগুলোর শুভ উদ্বোধন করেন তিনি।
করোনাকে রুখতে পুজোর নিয়মকানুন নিয়ে রাজ্য সরকার কর্তৃক নানা নিয়মাবলীও জারী করা হয়েছে এবছর।সেজন্য মণ্ডপে মন্ডপে না গিয়ে এবছর ভার্চুয়াল উদ্বোধনের মাধ্যমে অলিপুরদুয়ার জেলার সাতটি পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।অলিপিরদুয়ার পুর এলাকার মধ্যে অলিপিরদুয়ার দূর্গাবাড়ি,নিউটাউন দূর্গাবাড়ি,উপল মুখর ক্লাব ছাড়াও কামাখ্যাগুড়ি হরিবাড়ি দূর্গা পূজা কমিটি,শিতলাবাড়ি দূর্গা পূজা কমিটি,হ্যামিল্টনগঞ্জ অগ্রগামী সংঘ,ফালাকাটা মুক্তিপাড়া দূর্গা পূজা কমিটির পুজোর উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রতিটি পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার ডিএম,এসপি,এসডিপিও,এসডিও,বিডিও সহ বেশ কিছু প্রশাসনিক কর্তা।
এদিন মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল পুজো উদ্বোধনে অলিপিরদুয়ার দূর্গাবাড়িতে উপস্থিত ছিলেন জেলাশাসক এসকে মীনা,পুলিশ সুপার অমিতাভ মাইতি এবং উপল মুখর ক্লাবে উপস্থিত ছিলেন এসডিও শ্রী রাজেশ,এসডিপিও কুতুবুদ্দীন খান সহ বিশিষ্ট জনেরা।এছাড়াও অন্যান্য পূজো উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অলিপিরদুয়ার পুরসভার প্রাক্তন পুরপ্রধান দীপ্ত চট্টোপাধ্যায় জানান,মুখ্যমন্ত্রী অলিপিরদুয়ারকে খুবই গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচনা করায় আমরা গর্বিত।মুখ্যমন্ত্রী চান সকলে সামাজিক দূরত্ব বজায় রেখে,মুখে মাস্ক পরে এবং স্যানিটাইজার ব্যহারের মাধ্যমে পুজো উদযাপন করে।আগামী দিনে মায়ের আশীর্বাদে করোনা অতিমারী দূর হবে বলে তার এবং আমাদের আশা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊