বাম-কংগ্রেস এবং ওয়েলফেয়ার পার্টির যৌথ মঞ্চের ডাকে একাধিক দাবি নিয়ে বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিনিধি, দিনহাটা:
কেন্দ্র সরকারের পাশকরা কৃষক বিরোধী কৃষি আইন, অনৈতীক শ্রম আইন,বিভিন্ন রাষ্ট্রয়াত্ব সংস্থাকে বেসরকারিকরন, হাথরাস কান্ডের প্রতিবাদে আজ সীমান্তবর্তী শহর দিনহাটায় বাম-কংগ্রেস এবং ওয়েলফেয়ার পার্টির যৌথ মঞ্চের ডাকে এক বিশাল বিক্ষোভ মিছিল সংঘটিত হয়। এদিন বিকেল ৩টায় সংহতি ময়দান থেকে মিছিল শুরু হয় এবং শহর পরিক্রমা করে স্টেশন চৌপুথি পর্যন্ত যায়।
এদিনের এই মহা মিছিলে বাম, কংগ্রেস ও ওয়েলফেয়ার পার্টির শীর্ষ নেতৃত্বরা নেতৃত্ব দেন। উপস্থিত ছিলেন সি.পি.আই.এমের জেলা সম্পাদক মন্ডলির সদস্য অনন্ত রায় এবং তারিনি রায়, কংগ্রেসের জেলা সভাপতি কেশব চন্দ্র রায়,কংগ্রেস জেলা সম্পাদক কমল দাস গুপ্ত, ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া জেলা সভাপতি আমিনাল হক,জেলা সম্পাদক সামিম আখতার, ফরোয়ার্ড ব্লক জেলা সম্পাদক মন্ডলির সদস্য আব্দুর রউফ ও সি.পি.আই.এম জেলা নেতা তারাপদ বর্মন ও আরও অনেকেই।
দাবি গুলি হল -
- কৃষক বিরোধী কৃষি আইন ও শ্রমিক বিরোধী শ্রমিক আইন বাতিল
- হাথরস ও রাজগঞ্জ ধর্ষনকাণ্ডে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
- রাজ্যে খুন, ধর্ষন, সন্ত্রাস, দুর্নীতি ও অরাজকতার বিরুদ্ধে
- নজিরবিহীন দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে
- তৃণমূল ও বিজেপির ঘৃণ্য রাজনীতির প্রতিবাদ
Posted by Sangbad Ekalavya on Wednesday, October 14, 2020
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊