প্রতিভার সন্ধানে আজকের মুখ সংগীত শিল্পী ঈশিকা সাহা 

শুভাশিস দাশ



শৈশবে মা বিথীকা সাহার কাছে গানের সরগমের হাতে খড়ি । তখন কতই বয়স বছর তিনেক। তারপর সংগীত শিল্পী মিনা আচার্য্য র কাছে তালিম নেয়া ।


লেখা পড়ার সাথে সাথে সমান তালে গান কেও এগিয়ে নিয়ে চলছে ঈশিকা ।

এই ফাঁকে একটু বলতেই হয় গান চালিয়েও মাধ্যমিক পরীক্ষায় সে বোর্ডে জায়গা করে নিয়েছিল ।

গানের গলাও খুব সুরেলা । 

লেখা পড়ার পাশাপাশি গান কে নিয়েও তার স্বপ্ন ।

আধুনিক, নজরুল গীতি থেকে শুরু করে গানের সব শাখাতে ই ওর অবাধ বিচরণ ।

ঈশিকা র স্বপ্ন পূরণ হোক এই কামনা আমাদেরও ।