IPL 2020: IPL 2020-এর প্লে অফের দিনক্ষণ জেনে নিন এখুনি 


করোনা আবহে আইপিএল-এর আসর সড়ে গিয়েছে দুবাইয়ে। আর সেখানেই জমে উঠেছে আইপিএল। একের পর এক ম্যাচের ফল বারেবারে পরিবর্তন করেই চলছে পয়েন্ট টেবিলে। কোন দল থাকছে শেষ চারে তা জল্পনা চলছে। এদিকে, প্লে-অফের সূচি ঘোষণা করল বিসিসিআই।


  • প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে লিগ টেবিলের ১ এবং ২ নম্বর দল। সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে ৫ই নভেম্বর বৃহস্পতিবার। ভারতীয় সময় সন্ধে সাড়ে সাতটায় দুবাইয়ে শুরু হবে খেলা। 
  • লিগ টেবিলের ৩ এবং ৪ নম্বর দল খেলবে এলিমেন্টর। যা হবে আবু ধাবিতে ৬ নভেম্বর, শুক্রবার ভারতীয় সময় সন্ধে সাড়ে সাতটায়। 
  • প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল এবং এলিমিনেটরের জয়ী দল ৮ নভেম্বর, রবিবার আবু ধাবিতে ভারতীয় সময় সন্ধে সাড়ে সাতটায় দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে। 
  • দুবাইয়ের আইপিএল আসরে খেতাব জেতার শেষ লড়াই অনুষ্ঠিত হবে ১০ নভেম্বর, মঙ্গলবার। প্রথম এবং দ্বিতীয় কোয়ালিফায়ারের জয়ী দুই দল আইপিএল ২০২০ এর মেগা ফাইনালে মুখোমুখি হবে এদিন। ভারতীয় সময় সন্ধ্যা ৭টায় ৩০ মিনিটে দুবাইয়ের স্টেডিয়ামে সেই মহারন।