আধার কার্ড নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)
ইতিমধ্যে ৩ ধরনের আধার বর্তমান রয়েছে। ফলে প্রশ্ন দেখা দিয়েছে কোন আধার বৈধ। এই নিয়ে নিজস্ব ট্যুইটার [Twitter] একাউন্টে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) জানিয়েছে- “বাসিন্দারা তাদের সুবিধার্থে যে কোনও ধরণের আধার ব্যবহার করা বেছে নিতে পারেন এবং যে কোনও ধরনের আধার সমস্ত যথাযথ বৈধতার সঙ্গে পরিচয়ের প্রমাণ হিসাবে গ্রহণযোগ্য, অন্যটির চেয়ে কোনও একটি কম বা বেশি নয়।" [Residents can choose to use any form of Aadhaar as per their convenience and all forms of Aadhaar are acceptable as a proof of identity with due validation, without giving any preference to one form of Aadhaar over the other. Tweet us @UIDAI in case you have any queries.]
প্রসঙ্গত যে তিন ধরনের আধার বর্তমান রয়েছে-
- আধার লেটার [letter]: সর্বপ্রথম যে আধার চালু হয় তা এই আধার লেটার। এটি পোস্টের মাধ্যমে পাঠানো হয়।
- ই-আধার [eAadhaar]: এটি UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যায়। এটি আধার কার্ডের একটি ডিজিটাল ফর্ম এবং কোনও ব্যতিক্রম ছাড়াই সারা দেশে গ্রহণযোগ্য।
- আধার পিভিসি কার্ড [Aadhaar PVC]: এই মাসের শুরুর দিকে PVC Aadhaar ঘোষণা করা হয়েছিল।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊