মাত্র ৫০ টাকায় পেয়ে যান নতুন feature যুক্ত আধার কার্ড- যা আগের থেকে অনেক বেশী টেকসই এবং সুরক্ষিত
এখন আধার কার্ড আগের থেকে আরও বেশী সুরক্ষাযুক্ত- সেই সাথে ক্যারি করাও এখন আগের থেকে বেশি সুবিধাজনক।
সম্প্রতি আধার কতৃপক্ষ একাধিক পরিবর্তন এনেছে আধার কার্ডে। আধার কতৃপক্ষ জানিয়েছে- "যা টেকসই, আকর্ষণীয় এবং সর্বশেষতম সুরক্ষা বৈশিষ্ট্যগুলি রয়েছে। এর সুরক্ষা বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি হলোগ্রাম, গিলোচে প্যাটার্ন, ghost image এবং মাইক্রোটেক্সট অন্তর্ভুক্ত রয়েছে ।
তাই আর দেরী কেন? আজই অর্ডার করুন নতুন সুবিধাযুক্ত PVC Aadhaar . এর জন্য অবশ্য আপনাকে ৫০ টাকা খরচ করতে হবে।
নতুন feature যুক্ত আধার কার্ড পেতে আপনাকে https://residentpvc.uidai.gov.in/order-pvcreprint এই লিঙ্কে গিয়ে আপনার আধার নাম্বার দিয়ে আবেদন করতে হবে।
বিস্তারিত জানতে ভিডিওটি দেখে নিন-
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊