আলিপুরদুয়ার দুই ব্লকে মহাত্মা গান্ধীর ১৫১ তম জন্মজয়ন্তী উৎযাপন
শুভাশিস দেবনাথ, আলিপুরদুয়ার:-
আজ আলিপুরদুয়ার দুই নং ব্লক ক্যাম্পাসে জাতীর জনক 'মহাত্মা গান্ধী অর্থাৎ মোহনদাস করমচাঁদ গান্ধী'র ১৫১তম জন্মজয়ন্তী উদযাপিত হল৷ 'গান্ধীজী'র মূর্তিতে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানালেন আলিপুরদুয়ার দুই নং ব্লক সমষ্টি উন্নয়ন আধাকিরিক চিরঞ্জিত সরকার, যুগ্ম ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক হরেন্দ্রনাথ অধিকারী সহ ব্লক প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।
সকলে শ্রদ্ধাভরে পুষ্পার্ঘ্য নিবেদন করলেন গান্ধীমূর্তিতে। ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক চিরঞ্জিত সরকার গান্ধীজীর জীবন, কর্মজীবন, ভারতের স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদানের কথা আলোচনা করলেন৷ যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক হরেন্দ্রনাথ অধিকারী গান্ধীজীর জীবনের নানা অংশ বর্ণনা করলেন৷
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊