মহাত্মা গান্ধীর জন্মদিনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন
রঞ্জিত ঘোষ, বাঁকুড়া,২ অক্টোবরঃ
আজ ২রা অক্টোবর অর্থাত ১৮৬৯ সালের আজকের দিনেই জন্মগ্রহণ করেন জাতির জনক তথা মহাত্মা গান্ধী।এবছর ১৫১ তম বর্ষে পদার্পণ এই মহাত্মা জন্মদিবস । আর এই দিনটিকে স্মরণীয় করে রাখতে এক জনকল্যাণকর উদ্যোগ নিল বাঁকুড়ার গঙ্গাজলঘাটী ব্লকের লছমনপুর গ্রাম পঞ্চায়েত।এদিন লছমনপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে ২০জন মহিলা সহ মোট ৪৮ জন রক্তদান করেন।
>
পাশপাশি লছমনপুরে একটি কমিউনিটি হলের শুভ উদ্বোধনও করেন শালতোড়া বিধানসভার বিধায়ক স্বপন বাউরী ।
আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গাজলঘাটী পঞ্চায়েত সমিতির পূর্ত দফতরের কর্মাধ্যক্ষ জীতেন গরাই, শিক্ষা কর্মাধ্যক্ষ ধবলকান্তি সিংহ, বিশিষ্ট সমাজসেবী প্রদীপ চক্রবর্তী, হারাধন রায়, সঞ্জীব চক্রবর্তী, দিলীপ কুমার মণ্ডল, তারাপদ গরাই প্রমুখ সহ লছমনপুর গ্রাম পঞ্চায়েতের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊