Latest News

6/recent/ticker-posts

Ad Code

ঝাড়গ্রাম থেকে ফিরেই ডিজির সঙ্গে বৈঠক মমতার



ঝাড়গ্রাম থেকে ফিরেই ডিজির সঙ্গে বৈঠক মমতার 




বৃহস্পতিবার বিজেপির নবান্ন অভিযান ঘিরে তুমুল পরিস্থিতি দক্ষিনবঙ্গের একাধিক জায়গায়। কলকাতা থেকে হাওড়া বিভিন্ন জায়গায় বিক্ষোভের ছবি ধরা পড়ে। একদিকে, নবান্ন জীবাণুমুক্ত করার জন‍্য বিজেপির নবান্ন অভিযানের দিনেই বন্ধ নবান্ন অন‍্যদিকে সকাল থেকেই বিজেপির মিছিল আটকাতে তৎপর পুলিশ। পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ‍্যাস, জল কামানে আহত বহু বিজেপিকর্মী বলেই অভিযোগ। 



এদিকে, বৃহস্পতিবার ঝাড়গ্রাম থেকে ফেরেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায়।হাওড়ার ডুমুরজেলায় একলব্য স্কুলমাঠের অস্থায়ী হেলিপ্যাডে নামেন তিনি। সেখান থেকে সোজা চলে যান নবান্ন। কিন্তু আজ স‍্যানিটাইজের জন‍্য নবান্ন বন্ধ। তাই মুখ‍্যমন্ত্রীর দফতর ছিল জনশূন‍্য। পরে নবান্ন থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানী ভবনে যান। সেখানে গিয়ে বৈঠক করেন রাজ্য পুলিশের ডিজির সঙ্গে। জানা গিয়েছে, বিজেপির নবান্ন অভিযানের জেরে শহরে ঘটে যাওয়া অপ্রীতিকর একাধিক পরিস্থিতি সম্পর্কে এদিন বিশেষভাবে খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী।শহরের সার্বিক পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী আলোচনা করেন ডিজির সঙ্গে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code