বানভাসি মানুষের পাশে দিনহাটার ডাক্তারবাবু অজয় মণ্ডল 


নিজস্ব সংবাদদাতা, নয়ারহাটঃ 


একে করোনা মহামারী তার উপরে লাগাতার বর্ষণে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা বানভাসি l


করোনা কেড়ে নিয়েছে মানুষের স্বাভাবিক জীবন যাত্রা অন্যদিকে ভারী বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতির মুখে পড়তে চলেছে কৃষকরা l এর মাঝেই নয়া বিপদ। লাগাতার ভারী বৃষ্টিতে দিনহাটার বহু গ্রাম প্লাবিত, জল নেমে যাবার পর ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় মাথায় হাত সাধারণ মানুষের l



এই চরম সংকটের মুখে ১২০টি বানভাসি পরিবারের পাশে দাঁড়ালেন দিনহাটার বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবী ডাঃ অজয় মন্ডল l



আজ বন্যা দুর্গত নয়ারহাট অঞ্চলের অন্তর্গত তুটিয়ার কুঠি ও রাশামান্তা ভাবানীপ্রসাদ গ্রামের পরিবার গুলির হাতে খাদ্য সামগ্রী ও শিশুদের জন্য শুকনো দুধ তুলে দিলেন চিকিৎসক ও তাঁর সহযোগীরা l



করোনা মহামারী সংকটে কর্ম হীন মানুষের পাশে বার বার পৌঁছে গেছেন ডাঃ অজয় মন্ডলl ডাক্তারবাবু সমাজে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে এগিয়ে আসতে বলেন l চিকিৎসকের এই প্রয়াসে খুশি এলাকাবাসী l