Latest News

6/recent/ticker-posts

Ad Code

বানভাসি মানুষের পাশে দিনহাটার ডাক্তারবাবু অজয় মণ্ডল

 


বানভাসি মানুষের পাশে দিনহাটার ডাক্তারবাবু অজয় মণ্ডল 


নিজস্ব সংবাদদাতা, নয়ারহাটঃ 


একে করোনা মহামারী তার উপরে লাগাতার বর্ষণে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা বানভাসি l


করোনা কেড়ে নিয়েছে মানুষের স্বাভাবিক জীবন যাত্রা অন্যদিকে ভারী বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতির মুখে পড়তে চলেছে কৃষকরা l এর মাঝেই নয়া বিপদ। লাগাতার ভারী বৃষ্টিতে দিনহাটার বহু গ্রাম প্লাবিত, জল নেমে যাবার পর ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় মাথায় হাত সাধারণ মানুষের l



এই চরম সংকটের মুখে ১২০টি বানভাসি পরিবারের পাশে দাঁড়ালেন দিনহাটার বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবী ডাঃ অজয় মন্ডল l



আজ বন্যা দুর্গত নয়ারহাট অঞ্চলের অন্তর্গত তুটিয়ার কুঠি ও রাশামান্তা ভাবানীপ্রসাদ গ্রামের পরিবার গুলির হাতে খাদ্য সামগ্রী ও শিশুদের জন্য শুকনো দুধ তুলে দিলেন চিকিৎসক ও তাঁর সহযোগীরা l



করোনা মহামারী সংকটে কর্ম হীন মানুষের পাশে বার বার পৌঁছে গেছেন ডাঃ অজয় মন্ডলl ডাক্তারবাবু সমাজে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে এগিয়ে আসতে বলেন l চিকিৎসকের এই প্রয়াসে খুশি এলাকাবাসী l

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code