পথশ্রী অভিযানের পথচলা শুরু জেলা অলিপিরদুয়ারেও



রাজ্যের বহু জেলায় ক্ষতিগ্রস্থ রাস্তা-ঘাট। আম্ফান সহ একাধিক কারণে বহু জেলার বেহাল রাস্তাঘাট সংস্কার করতে রাজ্য সরকার পথশ্রী অভিযানের সূচনা করে। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই অভিযানের শুভ উদ্বোধন করেন। এই প্রকল্পের আওতায় রাজ্যের বিভিন্ন জেলায় ১২ হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তা নতুন করে তৈরি করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জলপাইগুড়ির ফুলবাড়ীর রাজগঞ্জ ব্লকের পূর্ব ধানতলা গ্রামে সেই কাজের সূচনা করলেন। পথশ্রী অভিযানের পথচলা শুরু জেলা অলিপিরদুয়ারেও। পথশ্রী অভিযানের মধ্যে একটা রাস্তা অলিপিরদুয়ার জেলার কামাখ্যাগুড়িতেও সূচনা হলো। 



এদিনের পথশ্রী অভিযানের রাস্তার উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্য উপদেষ্টা মণ্ডলী,ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দফতরের চেয়ারম্যান মৃদুল গোস্বামী,আলিপুরদুয়ারের জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা,ঋতব্রত বন্দ্যোপাধ্যায়,আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শিলা দাস সরকার, আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপার অমিতাভ মাইতি ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।



পথশ্রী প্রকল্পে কামাখ্যাগুড়ি ১ গ্রাম পঞ্চায়েতে থেকে তেঁতুলতলা পর্যন্ত রাস্তা সংস্কার করা হবে।