Latest News

6/recent/ticker-posts

Ad Code

এবার ভার্চুয়ালে পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী, জেনে নিন কবে, কখন

 



এবার ভার্চুয়ালে পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী, জেনে নিন কবে, কখন



প্রতিবছর শহরের বিভিন্ন মণ্ডপের পুজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে করোনা সংক্রমণের জেরে এবারের পুজোয় ভিড় এড়ানো সহ একাধিক নির্দেশিকা জারি করেছে নবান্ন। ফলে মুখ্যমন্ত্রীর পুজো উদ্বোধন নিয়ে ঘোর সংশয় সৃষ্টি হয়েছিল মানুষের মধ্যে। সেই সংশয় দূর করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন এবারের পুজো উদ্বোধন হবে ভার্চুয়ালেই। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে একথা বলার পাশাপাশি তিনি সকলকে সাবধানে নিয়ম মেনে চলার বিধি দেন। এছাড়া পুজো কমিটিগুলির জন্য আরও একবার কোভিড সতর্কতাও জারি করলেন মুখ্যমন্ত্রী। 



করোনা পরিস্থিতির জেরে ধুমধাম করে পুজো উদ্বোধন বাতিল করার কথা জানান তিনি। তবে, কোনও পুজো মণ্ডপ চাইলে ভার্চুয়ালে তিনি পুজোর উদ্বোধন করবেন। সেক্ষেত্রে পুজো কমিটির সদস্যরা নবান্নে এসে জড়ো হলে উদ্বোধন করা হবে। 



মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৫ অক্টোবর উত্তর কলকাতার প্রতিমা, তার পরেরদিন অর্থাৎ ১৬ অক্টোবর বেহালা ও যাদবপুরের পুজো এবং ১৭ অক্টোবর দক্ষিণ কলকাতার প্রতিমার ভারচুয়ালি উদ্বোধন হবে। তবে চেতলা অগ্রণীর পুজো উদ্বোধনে স্বশরীরে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code