Latest News

6/recent/ticker-posts

Ad Code

কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব বামেরা

কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব বামেরা



SER-23,বাঁকুড়া,১২ অক্টোবর:


কেন্দ্রীয় ও রাজ্য সরকারের একাধিক নীতির বিরোধিতায়  এবার পথে নামল বামেরা ।

এদিন বাঁকুড়ার শ্রীচন্দনপুরে কৃষি বিল, দ্রব্যমূল্য বৃদ্ধি, নারী নির্যাতন সহ একাধিক কেন্দ্রীয় ও রাজ্য সরকারের নীতির বিরুদ্ধে সরব হয়ে একটি পথ সভার আয়োজন করা হয় বামেদের তরফে । বামেদের এই দলীয় পথসভায় উপস্থিত ছিলেন বাম নেতা মানিক ঢাং, তারাপদ দে, উত্তম মণ্ডল, মেঘনাথ মণ্ডলসহ একাধিক দলীয় কর্মী সমর্থকরা।

এদিনের এই পথসভা থেকে উত্তর প্রদেশের হাথরসে দলিত কন্যাকে ধর্ষণ করে খুনের ঘটনার তীব্র ধিক্কার ও দোষীদের উপযুক্ত শাস্তি দানের স্লোগানও তোলে তারা ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code