উওরপ্রদেশের নৃশংস গণধর্ষণ হত্যা ও রাহুল গান্ধীর উপরে পুলিশি হামলার প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ ছাত্র পরিষদ ও যুব কংগ্রেসের
নিজস্ব প্রতিনিধি, দিনহাটাঃ
উওরপ্রদেশের দলিত তরুণীকে নৃশংস গণধর্ষণ হত্যা ও রাহুল গান্ধীর উপরে ন্যক্কারজনক পুলিশি হামলার প্রতিবাদে আজ দিনহাটা মহকুমা জাতীয় কংগ্রেস কার্যালয়ের সামনে দিনহাটা- কোচবিহার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করল ছাত্র পরিষদ ও যুব কংগ্রেস।
এদিনের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা ছাত্র পরিষদ সহ-সভাপতি রুবেল মিঞা, জেলা যুব সধারণত সম্পাদক দুলাল রহমান, জেলা যুব কংগ্রেস সহ-সভাপতি সুকমল বর্মন, সিতাই বিধানসভা যুব কংগ্রেস সভাপতি আবুবক্কর সিদ্দিক ও অন্যান্য নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, উত্তরপ্রদেশের দলিত তরুণী গণধর্ষণ করে নৃশংস ভাবে হত্যা করা হয়। এরপর, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী সেই তরুণীর বাড়ি গেলে তাঁদেরকে রাস্তায় আটকে দেয় উত্তরপ্রদেশ পুলিশ। এমনকি রাহুল গান্ধীকে ধাক্কা মারে পুলিশ। ফলে মাটিতে পড়ে যায় রাহুল গান্ধী। পড়ে তাঁকে গ্রেফতার করা হয় বলেই খবর।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊