লক্ষ্য একুশের নির্বাচন, দুর্গাপূজার আগেই কলকাতায় আসছেন অমিত শাহ
সামনেই বিধানসভা নির্বাচন। একুশের বিধানসভাই এখন পাখির চোখ বিজেপির। দলের আগামী কর্মসূচি নির্ধারণ করতে পুজোর আগেই রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানালেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।
অমিত শাহ, কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, দিলীপ ঘোষ এর উপস্থিতিতে নয়াদিল্লিতে নাড্ডার বাসভবনে ২০২১ -এর রাজ্য বিধানসভা ভোটের কৌশল নির্ধারণের বৈঠক হয়। বৈঠকের পর দিলীপবাবু জানান, অমিত শাহ, নাড্ডারা রাজ্য সফরে আসছেন।
মহামারীর আবহে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমেই দলীয় বৈঠক সারছিলেন নরেন্দ্র মোদি-অমিত শাহরা। কিন্তু এগিয়ে আসছে একুশের নির্বাচন। তৃণমূলকে হারিয়ে, বাংলা দখল করতে মরিয়া বিজেপি। পর্যবেক্ষকদের মতে, সেকথা মাথায় রেখেই অমিত শাহ কলকাতায় এসে কর্মিসভা করবেন, যাতে বিধানসভা ভোটের রণকৌশল তৈরিতে কোনও ফাঁক না থাকে।
সূত্রের দাবি, বৃহস্পতিবারের বৈঠকে বাংলার বিধানসভা ভোটের রণকৌশল নিয়েই আলোচনা হয়েছে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাহুল সিন্হাও। সদ্য কেন্দ্রীয় সম্পাদকের পদ হারান তিনি। তবে তিনি আপাতত দলেই রয়েছেন বলেই জানান। ১০-১২ দিন পর জানাব আমার ভবিষ্যত্ কর্মপন্থা কী হবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊