Latest News

6/recent/ticker-posts

Ad Code

Bigg Boss 14 এর প্রথম দিনেই ট্রেন্ডিং দক্ষিনী নায়িকা নিক্কি তাম্বোলি

Bigg Boss 14 এর প্রথম দিনেই ট্রেন্ডিং দক্ষিনী নায়িকা নিক্কি তাম্বোলি





অবশেষে শনিবার রাত ৯টা থেকে শুরু হলো বিগ বস সিজন ১৪। দীর্ঘদিনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে করোনা আবহের মধ‍্যেও শুরু হলো এই বহু প্রতীক্ষিত বিতর্কিত টেলিভিশন রিয়েলিটি শো। আর প্রথমদিনেই নজর কাড়লো নিক্কি তাম্বোলি। 





দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিক্কি তাম্বোলি বেশ জনপ্রিয় নাম। তামিল ছবিতে ইতিমধ‍্যেই বেশ পরিচিতি পেয়ে গিয়েছেন তিনি। কাঞ্চনা ৩ ছবিতে নিক্কির অভিনয় দর্শকদের প্রভূত প্রশংসা কুড়িয়েছিল।

এছাড়াও রয়েছে রাধে মা– এক সময়ের বহুল চর্চিত ও বিতর্কিত আধ‍্যাত্মিক গুরু রাধে মা এবার বিগ বসের প্রতিযোগী। বিগ বসের ঘরে তাঁর এন্ট্রির ভিডিওটি ইতিমধ‍্যেই ভাইরাল হয়ে গিয়েছে।

উপরন্তু জানা গিয়েছে আরো এক চাঞ্চল‍্যকর তথ‍্য। এই সিজনে এখনো পর্যন্ত সবথেকে বেশি পারিশ্রমিক নিচ্ছেন স্বঘোষিত গুরু রাধে মা। আর সেই পারিশ্রমিকের অঙ্ক শুনলে চোখ কপালে উঠতে বাধ‍্য। জানা গিয়েছে, বিগ বসের ঘরে প্রতি সপ্তাহের জন‍্য ২৫ লক্ষ করে পারিশ্রমিক ধার্য করেছেন রাধে মা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code