বিজেপি নেতাদের বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির দাবিকে সমর্থন অমিত শাহের
রাজ্যের আইন শৃঙ্খলা ও দুর্নীতি নিয়ে রাজ্য বিজেপির একাধিক নেতা নেত্রী সরব হয়ে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির দাবি করেছেন। এবার, বাংলা বিজেপির নেতাদের সেই দাবিকে সমর্থন করল দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সর্বভারতীয় চ্যানেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,''বিজেপি নেতারা রাষ্ট্রপতি শাসন জারির যে দাবি করছেন, তা অসঙ্গত নয়।'' এর আগে বাবুল সুপ্রিয় থেকে কৈলাস বিজয়বর্গীয়- বিজেপি নেতারা বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবি করেছেন।
এদিন, রাজ্যে আইনশৃঙ্খলা ও দুর্নীতি নিয়ে রাজ্য সরকারকে নিশানা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ''বাংলায় আইনশৃঙ্খলা বিপর্যস্ত, আমফান ঝড়ের পর অনুদান নিয়েও দুর্নীতি হয়েছে। কেন্দ্র থেকে পাঠানো সাহায্য পৌঁছয়নি। করোনার জন্য যে পর্যাপ্ত ব্যবস্থা রাখা উচিত ছিল, তা করা হয়নি। দুর্নীতি চরম শিখরে পৌঁছে গিয়েছে।''
তিনি আরও বলেন,''বাংলায় আইনের শাসন নেই। জেলায় জেলায় বোমা তৈরির কারখানা গড়ে উঠেছে। বাড়ছে অনুপ্রবেশ। বিরোধীদের হত্যা ও মিথ্যা মামলা করা হচ্ছে। ভারতের আর কোনও রাজ্যে এমনটা নেই। পরিস্থিতি খুব খারাপ। একটা সময়ে কেরলে এসব হত। সেখানেও নিয়ন্ত্রণে এসেছে পরিস্থিতি।''
স্বরাষ্ট্রমন্ত্রী মনে করছেন, বাংলার পরিস্থিতি উদ্বেগজনক, বিজেপি নেতাদের দাবি ন্যায় সঙ্গত। ভারত সরকার রাজ্যপালের সুপারিশ মেনে সংবিধান অনুযায়ী সিদ্ধান্ত নেবে। বিজেপি নেতারা যে দাবি করছেন, তা অনুচিত নয়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊