করোনাকালে লোন নিয়ে বড়ো সিদ্ধান্ত কেন্দ্রের 




করোনাকালে সুখবর।লকডাউনে রিজার্ভ ব্যাঙ্কের মোরাটোরিয়ামের সুযোগ নেওয়া গ্রাহকদের সুদের ওপর সুদ দিতে হবে না। ইএমআই স্থগিত মামলায় স্বস্তির খবর শুনিয়েছে কেন্দ্র।শনিবার সুপ্রিম কোর্টে অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ২ কোটি টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে সুদের বোঝা বহন করবে কেন্দ্রীয় সরকারই। ফলে, গ্রাহককে যেমন সুদের ওপর সুদ দিতে হবে না, তেমনই কোনও ক্ষতি হবে না ব্যাঙ্কেরও।উপকৃত হবেন ক্ষুদ্র ও মাঝারি শিল্প থেকে বাড়ি-গাড়ির ঋণ, শিক্ষা ঋণ, ব্যক্তিগত ঋণ গ্রহীতারা। ক্রেডট কার্ডের বিল দেওয়া যাঁরা স্থগিত রেখেছেন তাঁরাও উপকৃত হবেন। 



লকডাউনে সাধারণ মানুষকে স্বস্তি দিতে রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ মেনে ৩ থেকে ৬ মাসের জন্য EMI স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে একাধিক ব্যাঙ্ক। প্রাথমিকভাবে স্বস্তি মনে হলেও অর্থনীতিবিদদের কথায় গাড়ি-বাড়ির ঋণে তিন মাস ইএমআই স্থগিত রাখলে পরে গুণতে হবে বাড়তি সুদ। দিতে হবে বেশ কয়েকটা বাড়তি ইএমআই। এরপরেই দেশজুড়ে শুরু হয় বিতর্ক, মামলা হয় সুপ্রিম কোর্টে। করোনা-আবহে ঋণের ইএমআই স্থগিত নিয়ে কেন্দ্রকে অবস্থান স্পষ্ট করতে বলে, সুদের ওপর সুদ নেওয়া কতখানি যুক্তিযুক্ত তা নিয়েও প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট। সেই মামলার হলফ নামায় এমনটাই জানিয়েছে কেন্দ্র।