বিহার ভোটে মহাজোটে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব



সামনেই বিহার বিধানসভা নির্বাচন। ২৪৩ আসনের বিহার নির্বাচনের সূচি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ২৮ অক্টোবর, ৩রা নভেম্বর এবং ৭ই নভেম্বর হবে ভোটগ্রহণ। আর ভোটগণনা হবে ১০ নভেম্বর।



বিহারে এনডিএ-র বিরুদ্ধে বিরোধী মহাজোটের আসন নিয়ে চূড়ান্ত সমঝোতা হয়েছে বলেই খবর। সূত্রের খবর, আসন্ন বিধানসভা নির্বাচনে বিহারে আরজেডি লড়বে ১৪৪টি আসনে, কংগ্রেস ৭০টি আসনে, বাম দলগুলি ২৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এনডিএ নেতারাও বৃহস্পতিবার আসন সমঝোতা নিয়ে বৈঠক করেছেন।



এবারের বিহার বিধানসভা নির্বাচনে মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব বলেই সূত্র মারফত জানা গেছে। সম্প্রতি তেজস্বী যাদবের হাত ধরেই আরজেডি-তে যোগ দেন বিএসপি-র প্রধান । মহাজোটে তেজস্বী যাদবকে সামনে রেখেই নির্বাচনে লড়তে চাইছে আরজেডি, কংগ্রেস ও বামেরা।