নারীকে শক্তিরূপেন রূপে প্রস্তুত করতে আত্মরক্ষা প্রশিক্ষণ শিবির আলিপুরদুয়ারে
হাথরাসের দলিত তরুণী মনীষা হত্যাকাণ্ডে দেশ যখন স্যোশাল মিডিয়া,মোমবাতি মিছিলের মাধ্যমে প্রতিবাদে সরব,সেই সময় প্রকৃত অর্থে নারীকে শক্তিরূপেন রূপে প্রস্তুত করতে জেলা আলিপুরদুয়ারে অনুষ্ঠিত হল আত্মরক্ষা প্রশিক্ষণ শিবির।রবিরার আলিপুরদুয়ার রেলওয়ে হাই স্কুলে সেনসি সপ্তপর্নি চক্রবর্তীর প্রচেষ্টায় অনুষ্ঠিত হয় শিবিরটি।
উত্তর প্রদেশের হাথরাসে মনীষাকে নিগ্রহ এবং হত্যাকাণ্ডের পর নারী নিরাপত্তা নিয়ে স্যোশাল মিডিয়া বা পথে নেমে সরব হয়েছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ।কিন্তু প্রকৃত অর্থে মহিলাদের ওপর ঘটে যাওয়া বিভিন্ন অপরাধকে রুখতে নারীশক্তিকে প্রস্তুত করতে আত্মরক্ষা প্রশিক্ষণ শিবিরের আয়োজন করল আলিপুরদুয়ার সপ্তপর্নি'স কারাতে একাডেমি।এদিন আলিপুরদুয়ারের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২০-২৫ জন মহিলা এই শিবিরে অংগ্রহণ করেন।শিবিরে প্রশিক্ষক সেনসি সপ্তপর্নি চক্রবর্তী উপস্থিত মহিলাদের আত্মরক্ষার বিভিন্ন পদ্ধতি শেখানোর পাশাপাশি বিভিন্ন কঠিন পরিস্থিতিতে তাদের ফেলে তাদের সেই পরিস্থিতি থেকে বাঁচবার উপায়ও বতলে দেন।এক ঘন্টার এই বিশেষ প্রশিক্ষণ শিবির শেষে অংশগ্রহণকারী মহিলাদের বেশ আত্মবিশ্বাসী দেখায়।
এদিনের এই অবৈতনিক আত্মরক্ষা প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণকারী মহিলাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা ক্রীড়া সংস্থার সম্পাদক তথা আলিপুরদুয়ারের বিশিষ্ট ক্রীড়াবিদ প্রবীর দত্ত,জেলা যোগা সংস্থার কার্যকরী কমিটির সদস্য পার্থ দে, রেলওয়ে হাই স্কুলের প্রধান শিক্ষক রাজ কমল,শিক্ষিকা মহুয়া বিশ্বাস,শিক্ষিকা শান্তা ঘোষ,বিশিষ্ট সমাজসেবী বিকাশ ভৌমিক সহ অন্যান্যরা।
শিবির শেষে উপস্থিত অংশগ্রহণকারী এক মহিলা জানান,"এই শিবির আমায় কঠিন পরিস্থিতিতে নিজের আত্মরক্ষা করবার সাহস জুগিয়েছে।এখন আমি যেকোন মুশকিল পরিস্থিতিতে আত্মবিশ্বাসের সঙ্গে মোকাবিলা করতে পারব।"অন্যদিকে শিবিরের আয়োজক তথা প্রশিক্ষক সেনসি সপ্তপর্নি চক্রবর্তী জানান,"স্যোশাল মিডিয়ায় বিরোধ করা ভালো,কিন্তু আমরা নিজেরা কতটা প্রস্তুত এই উত্তরের সন্ধান করা।সুস্থ এবং বিকৃত দুই মানসিকতা সমাজে উপস্থিত,তাই লড়াই করেই বাঁচতে হবেন নিজের সুরক্ষার জন্য আত্মরক্ষা করতে জানা বেশি জরুরী।একদিন এই শিবির সব পাল্টে দিবে না।তবে পরিবর্তনের মানসিকতা আনবে।"
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊