প্রাক্তন সেনাকর্মীর অঙ্গদানের অঙ্গীকারকে সম্মান জানাতে এগিয়ে এল ইউথ ইন একশন সংগঠন




SER-23,বাঁকুড়া,৪ অক্টোবর:

২০০৫ সাল থেকে টানা পনের বছর ভারতীয় সেনাবাহিনীতে নিযুক্ত থেকে দেশ মাতৃকার সেবা করে এসেছেন বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটির বাসিন্দা বিমান সিংহ । এবার অবসরের পালা, আর এই অবসর প্রাপ্ত জীবনকেও শপে দিলেন মানব সেবায় ।তিনি অঙ্গীকার করেছেন অঙ্গদানের।এই মর্মে তিনি ভারত সরকারের স্বাস্থ্য মন্ত্রকের কাছে অঙ্গদানের  অনুমতি চেয়ে একটি চিঠিও পাঠান । ভারত সরকারের স্বাস্থ্য মন্ত্রক তরফে তিনি অঙ্গদানের ছাড়পত্রও পেয়েছেন। তাই এই বীর প্রাক্তন সেনা কর্মীকে সংবর্ধনা দিতে এগিয়ে এল 'ইউথ ইন একশন'নামে একটি সামাজিক সচেতনতা মূলক সংগঠন । 

রবিবার দুর্গাপুর ব্যারেজ থেকে বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি পর্যন্ত একটি বাইক রেলি বের করা হয় ইউথ একশন নামে যুব সংগঠনের তরফে ।এবং রেলি শেষে গঙ্গাজলঘাটিতে এই তাকে  ফুলেরমালা ও পুষ্পস্তবক দিয়ে বরণও করে নেন তারা ।  এই বিষয়ে বিমান সিং জানান যে ,তিনি এই সম্মান পেয়ে আপ্লুত । তিনি তাঁর কাজের সূত্রে যখন বাইরে ছিলেন তাঁকে স্থানীয় প্রশাসনের সহযোগিতার কারণে তাঁকে তাঁর পরিবারের বিষয়ে চিন্তা করতে হয় নি । তিনি দেশের বিভিন্ন স্থানে নিযুক্ত ছিলেন । তাই অবসর গ্রহণের পরও তিনি দেশের মানুষের সেবা করার জন্য অঙ্গদান করার সিদ্ধান্ত নেন । তিনি চান যেন দেশের যুব সমাজও অঙদানে এগিয়ে আসে যাতে মৃত্যর পরেও সে যেন দেশের সেবা করতে পারে ।