আর্থিক সংকটের জের, প্রতিমা নিজেরাই বানাচ্ছে টাকাগাছ অ্যাথলেটিক ক্লাব পুজো কমিটি
সংবাদ একলব্য, কোচবিহার:
করোনা সংক্রমণের জেরে অর্থের টান সকলের পকেটে পকেটে। কিন্তু, এসে গেছে দুর্গা পূজা। শিউলর স্নিগ্ধতায় দেবী বন্দনায় বাঁধ সাধুক অর্থ তা চায় না টাকগাছ অ্যাথলেটিক ক্লাব। তাই নিজেরাই এবার প্রতিমা তৈরির কাজ নিজ মস্তিষ্কে নিয়েছেন আর তৈরিও করছেন।
প্রতিমা তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ থেকে শুরু করে সবটাই ক্লাবের সদস্যদের উদ্যোগেই জোগাড় করে চলছে প্রতিমা তৈরির কাজ। মহালয়া যে হয়ে গেছে এবার অনেক আগেই আর কদিন বাকি ঢাক-ঢোলে মায়ের বোধন হবে ষষ্টীর সকালে। আর তাই ব্যস্ত সকলে প্রতিমা তৈরি থেকে মণ্ডপ সজ্জা সব কাজে। দর্শনার্থীরা যে আসবে দলে দলে, অঞ্জলী থেকে সিঁদুরখেলা অপেক্ষা কেবল সময়ের।
এবছরের পুজো কমিটির সভাপতি প্রদীপ সরকার জানান, করোনা সংকটে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ। তাই বলে মায়ের পুজো করা হবে না তা হয়না। তাই খরচ কমাতে ক্লাবের সকলের সহযোগিতায় নিজেরাই প্রতিমা তৈরির কাজ হাতে নিয়েছি। ক্লাবের সকল সদস্য এই কাজে দিনরাত হাত লাগাচ্ছেন, সকলকে ধন্যবাদ ও ভালোবাসা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊