Latest News

6/recent/ticker-posts

Ad Code

হাথরসের ঘটনার প্রতিবাদে ডি.ওয়াই.এফ.আই -এর প্রতিবাদী মিছিল

 


হাথরসের ঘটনার প্রতিবাদে ডি.ওয়াই.এফ.আই -এর প্রতিবাদী মিছিল



সুজাতা ঘোষ , বাগডোগরা :

উত্তরপ্রদেশের হাথরসের ঘটনার প্রতিবাদে ডি.ওয়াই.এফ.আই ডাবগ্রাম দক্ষিন লোকাল কমিটির উদ্যোগে প্রতিবাদ মিছিল এবং যোগি আদিত্য নাথের কুশপুতুল দাহ করা হয় ৩৭নং ওয়ার্ডের ঘোগোমালী বাজারে।



উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই দার্জিলিং জেলা সম্পাদক সৌরাশিষ রায়, যুব নেতা তীর্থঙ্কর ভট্টাচার্য, লোকাল কমিটির সম্পাদক দীপঙ্কর সাহা, এসএফআই ডাবগ্রাম লোকাল কমিটির সম্পাদক গোপাল পাল সহ অন্যান্যরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code