মডেল জগতে নতুন রুপে প্রতিভাবান মডেল সুচরিতা বিশ্বাস।



কলকাতা শহরে অলিগলিতে মডেল। মডেল জগতে একের পর এক নতুন মুখ উঠে আসছে। তবে ভাটা পড়েনি প্রবীনদের। ধীরে ধীরে যুব সমাজের কাছে উঠতি মডেলরা নজর কাড়ছে। 



এবার, কলকাতা শহরে মডেল জগতে বিশেষ মুখ সুচরিতা বিশ্বাস। সম্প্রতি শহরের পাঁচতারা হোটেলে দেখা গেল তাকে বিশেষ ফটোশ্যুটে। লাস্যময়ী রুপে বিশেষ মেকাপে ধরা পরলো ক্যামেরাতে। 




পুজোর আগে বেশ কিছু শ্যুটিং নিয়ে ব্যস্ত জনপ্রিয় মডেল সুচরিতা বিশ্বাস। অভিনয় জগতে রুপোলি পর্দাতেও তাকে দেখা গিয়েছে। তবে এটা আর বাকি রাখে না যে ইয়ং জেনেরেশনে সুচরিতা বিশ্বাস মানুষের মনে বেশ জায়গা করে নিচ্ছে ধীরে ধীরে।