জোফ্ৰা আর্চার-বেন স্টোকসদের প্রচেষ্টা ব্যর্থ, জয়ের কাছে পৌঁছেও দিল্লির কাছে হার রাজস্থানের

জোফ্ৰা আর্চার-বেন স্টোকসদের প্রচেষ্টা ব্যর্থ, জয়ের কাছে পৌঁছেও দিল্লির কাছে হার রাজস্থানের


SANGBAD EKALAVYA:

একটি দল ৭টি ম্যাচে ৫টি জয়ের সুবাদে তালিকায় দ্বিতীয় স্থানে এবং অপর দল ৭ ম্যাচে ৩টি জয় নিয়ে সপ্তম স্থানে। বুধবার আইপিএলের ৩০ তম ম্যাচে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সপ্তম স্থানে থাকা রাজস্থান রয়্যালসকে ১৩ রানে হারিয়ে দিল দিল্লি ক্যাপিটালস। রাজস্থানের প্রথম সারির ব্যাটসম্যানরা দিল্লির দেওয়া টার্গেটকে প্রায় ধরাছোঁয়ার মধ্যে নিয়ে এসেছিলো, যদিও বাকিদের ব্যর্থতায় তা নাগালের মধ্যে আনতে পারেনি রাজস্থান। 



এদিন টসে জিতে দিল্লি অধিনায়ক শ্রেয়াস আইয়ার ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। ইনিংসের প্রথম বলেই জোফ্ৰা আর্চারের বলে বোল্ড হন পৃথ্বী শা। তাঁরই শিকার হয়ে দ্রুত ফায়ার যান অজিঙ্কা রাহানেও। এরপর দিল্লি বোলারদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে অর্ধশতরান পূর্ণ করেন শিখর ধাওয়ান এবং অধিনায়ক শ্রেয়াস আইয়ার। ২টি ছয় ও ৪টি চারের সাহায্যে ধাওয়ান ৩৩ বলে ৫৭ রান করেন, অপরদিকে শ্রেয়াস ২টি ছয়, ৩টি চারের সাহায্যে ৪৩ বলে ৫৩ রান করেন। দিল্লি ২০ ওভারে ৭ উইকেটে ১৬১ রান তোলে। রাজস্থানের হয়ে দুর্দান্ত বল করেন জোফ্ৰা আর্চার (৪-০-১৯-৩)। 


১৬২ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ঝোড়ো ব্যাটিং শুরু করেন দুই রাজস্থান ওপেনার জোস বাটলার এবং বেন স্টোকস ৩৫ বলে ৪১)। এদের দু'জনের সুবাদে মাত্র ৩ ওভারেই ৩৭ রান উঠে পরে। তৃতীয় ওভারে বাটলার ৯ বলে ২২ রান করে আউট হওয়ার পরের ওভারেই অধিনায়ক স্টিভ স্মিথ মাত্র ১ রান করেই অশ্বিনের বলে আউট হন। এরপর সঞ্জু স্যামসন (১৮ বলে ২৫) এবং রবিন উথাপ্পা (২৭ বলে ৩২) দের সুবাদে শেষ ২ ওভারে রাজস্থানের টার্গেট দাঁড়ায় ২৫ রান, যা টি-২০ ক্রিকেটে মোটেই অসম্ভব নয়। যদিও জোফ্ৰা আর্চার, বেন স্টোকস, উথাপ্পাদের তৈরী করা জয়ের রাস্তায় নিজেদের সঠিকভাবে মেলে ধরতে পারেনি রাজস্থানের টেলএন্ডাররা। ফলে রাজস্থানকে ১৩ রানে হারিয়ে ফের মুম্বইকে সরিয়ে লীগ টেবিলের শীর্ষে পৌঁছে যায় দিল্লি। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ