কৃষি আইন বাতিলের দাবিতে বিক্ষোভ AIKKMS এর
কেন্দ্রীয় সরকারের কৃষক স্বার্থ বিরোধী কালা কৃষি আইনের বিরুদ্ধে এদিন কোচবিহার খাগড়াবাড়ি চৌপথিতে ধিক্কার মিছিল করে AIKKMSI কৃষক মারা কৃষি আইনের প্রতিলিপিতে অগ্নিসংযোগ করা হয় I কালা কৃষি আইনের প্রতিলিপিতে অগ্নিসংযোগ করেন নাগরিক প্রতিরোধ মঞ্চ- এর রাজ্য স্টিয়ারিং কমিটির মেম্বার নেপাল মিত্র।
আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের বিশিষ্ট কৃষকনেতা মানিক বর্মন, পূর্ণচন্দ্র মন্ডল ও অন্যান্য নেতৃবৃন্দ ।
কেন্দ্রীয় সরকার করোনা পরিস্থিতির সুযোগ নিয়ে একের পর এক জনবিরোধী নীতি গ্রহণ করেছে তার বিরুদ্ধে নাগরিক প্রতিরোধ মঞ্চ কমিটির আহ্বানে দেশব্যাপী থেকে 12 থেকে 15 অক্টোবর প্রতিবাদ দিবসের অঙ্গ হিসেবে কোচবিহার খাগড়াবাড়ি চৌপথিতে AIKKMS এর পক্ষ থেকে আজকের এই কর্মসূচি গ্রহণ করা হয়। কেন্দ্রীয় সরকারের জনস্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে সর্ব স্তরের মানুষকে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানায় কোচবিহার নাগরিক প্রতিরোধ মঞ্চের নেতৃবৃন্দ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊