ভারতের বিচার ব্যবস্থার ইতিহাসে কালো দিন, ভারতীয় মুসলিম হিসেবে নিজেকে অসহায় লাগছে: আসাদউদ্দিন ওয়েসি
বাবরি মসজিদ ধ্বংস মামলায় গতকাল আডবানী সহ ৩২ অভিযুক্ত সিবিআইয়ের স্পেশাল কোর্টে বেকসুর খালাস পাওয়ার পর মুখ খুললেন অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন বা মিম প্রধান আসাদউদ্দিন ওয়েসি। ভারতের বিচার ব্যবস্থার ইতিহাসে কালো দিন হিসেবে মন্তব্য করেন তিনি।
সংবাদমাধ্যমে ওয়েসি বলেন, ভারতের বিচার ব্যবস্থার ইতিহাসে আজ এক কালো দিন। আদালত বলছে বাবরি ধ্বংসে কোনও ষড়যন্ত্র ছিল না। তাহলে ওই ঘটনা যে স্বাভাবিকভাবে ঘটেনি তা প্রমাণ করতে কত দিন লাগবে। তিনি আরও বলেন, আজ একজন ভারতীয় মুসলিম হিসেবে নিজেকে অসহায় লাগছে। ঠিক এরকমই অসহায় লেগেছিল ১৯৯২ সালের ৬ ডিসেম্বর। গোটা দুনিয়া দেখেছে কারা বাবরি মসজিদে লোক জড়ো করেছিল। কাদের উপস্থিতিতে মসজিদ ভেঙে ফেলা হয়েছিল।
সিবিআই বিশেষ আদালতের এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে যাচ্ছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোন্যাল ল বোর্ড। বোর্ডের ওই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ওয়েসি।
রায় নিয়ে পার্সোন্যাল ল বোর্ডের সেক্রেটারি জাফরিয়াব জিলানি বলেন, সিবিআই আদালত যে রায় দিয়েছে তা ভুল। ওই রায়ের বিরুদ্ধে আমরা হাইকোর্টে আপিল করব।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊