হাথরাসে যাওয়ার পথে গ্রেফতার রাহুল, পুলিশের ধাক্কায় পড়লেন মাটিতে




হাথরাসে ১৯ বছর বয়সী নির্যাতিতার বাড়িতে যাওয়ার পথে রাহুল এবং প্রিয়ঙ্কাকে বাধা দিল পুলিশ। রাহুলকে ধাক্কা পুলিশের। পুলিশের ধাক্কায় পড়ে যান রাহুল গাঁধী।তাঁদের ঘিরে ফেলে পুলিশের বিশাল বাহিনী। 




উত্তরপ্রদেশে ঢোকার আগেই নয়ডার ডিএনডি সেতুতে প্রথমে পথ আটকায় পুলিশ। এরপর আবার যমুনানগরেও আটকানো হয় তাঁদের গাড়ি। শেষপর্যন্ত পায়ে হেঁটে হাথরসের উদ্দেশে রওনা দেন রাহুল এবং প্রিয়ঙ্কা। ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেওয়া হয় তাঁকে। রাহুলের হাতে চোট লেগেছে, জানান রাজ্য কংগ্রেস সভাপতির।




হাথরসে গ্রেফতার হওয়ার রাহুলের প্রতিক্রিয়া, আজকের ভারতে হেঁটে যাওয়ার, বিমানে যাওয়ার অনুমতি একমাত্র নরেন্দ্র মোদির আছে, বাকি কারোর কোথাও যাওয়ার অনুমতি নেই।' তিনি আরো বলেন, 'আমরা ১৪৪ ধারা লঙ্ঘন করিনি, তাও আমাদের যেতে দেওয়া হচ্ছে না।'


প্রসঙ্গত, হাথরস এলাকায় আগেই জারি করা হয়েছে ১৪৪ ধারা। এমনকি সাংবাদিকদেরকেও ঢুকতে দেওয়া হচ্ছে না বলেও দাবি। রাহুল বলেন, ‘আমি একা হেঁটে হাথরসে যেতে চাই। আমাকে কোন ধারায় গ্রেফতার করছেন বলুন।’ পুলিশ আধিকারিকরা বলেন, ‘নিষেধাজ্ঞা লঙ্ঘন করায় ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারায় আমরা আপনাকে গ্রেফতার করছি।’