টানা ৪০ বছর বিদেশমন্ত্রী থাকার রেকর্ডধারী শেখ সাবাহ আল আহমেদ প্রয়াত



টানা ৪০ বছর বিদেশমন্ত্রী থাকার রেকর্ডধারী শেখ সাবাহ আল আহমেদ কয়েকমাস ধরে অসুস্থ থাকার পর মঙ্গলবার ৯১ বছর বয়সে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে প্রয়াত হলেন। কয়েকমাস ধরেই অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৯১ বছর।



১৯২৯ সালে জন্ম শেখ সাবাহের। ১৯৬৩ থেকে ২০০৩ পর্যন্ত প্রায় ৪০ বছর কুয়েতের বিদেশমন্ত্রীর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০০৬ সাল থেকে কুয়েতের আমির ছিলেন তিনি। আরব দুনিয়ার টাকার কুমিরদের একজন ছিলেন শেখ সাবাহ আল আহমেদ।


কুয়েতের বর্তমান শাসক হতে চলেছেন তাঁর বৈমাত্রেয় ভাই শেখ নাওয়াফ আল আহমেদ।