কলেজ-বিশ্ববিদ্যালয়গুলির ফাইনাল পরীক্ষায় বিদ্যুৎ নিয়ে বিশেষ অ্যাডভাইসরি জারি শিক্ষামন্ত্রীর




কলেজ-বিশ্ববিদ্যালয়গুলির ফাইনাল পরীক্ষা নিয়ে বিস্তর বিতর্কের পর অবশেষে ইউজিসি-র নির্দেশ মতো আগামী ১লা অক্টোবর থেকে ১৮ই অক্টোবর পর্যন্ত রাজ্যের সরকারী ও বেসরকারি কলেজ- বিশ্ববিদ্যাল্য গুলিতে হতে চলেছে পরীক্ষা। যদিও, এই পরীক্ষা প্রতিবারের মতো কলেজ- বিশ্ববিদ্যালয়ে গিয়ে যেতে হবে না। ঘরে বসে অনলাইনে দিতে হবে পরীক্ষা। পরীক্ষার জন্য ২-৩ ঘণ্টা সময়েও বেঁধে দিয়েছে ইউজিসি।প্রশ্নপত্র ডাউনলোড ও উত্তরপত্র আপলোড করার জন্য দেওয়া হবে অতিরিক্ত ৩০ মিনিট সময়। কিন্তু এই অনলাইন পরীক্ষা চলাকালীন অপরিহার্য বিদ্যুত্‍ সংযোগ! 



পরীক্ষা চলাকালীন যাতে বিদ্যুত্‍ সংযোগ অব্যাহত থাকে, তার জন্য অ্যাডভাইসরি জারি করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।


এদিন ট্যুইট করে শিক্ষামন্ত্রী বলেন, সিইএসসি ও রাজ্য বিদ্যুত্‍ পর্ষদকে ১ থেকে ১৮ অক্টোবর, পরীক্ষা চলাকালীন বিদ্যুৎ সংযোগ অব্যাহত রাখতে অ্যাডভাইসরি দেওয়া হয়েছে।



প্রেসিডেন্সি ও রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাদে রাজ্যে সব মিলিয়ে স্নাতক ও স্নাকোত্তরের পরীক্ষার্থী প্রায় সাড়ে সাত লক্ষ। করোনা আবহে অনলাইনে সকলের পরীক্ষা হবে একসাথে ফলে তৎপরতা তুঙ্গে।