দলগত পারফরম্যান্সে দিল্লিকে হারিয়ে প্রথম জয় সানরাইজার্স হায়দ্রাবাদের
SANGBAD EKALAVYA:
ফার্স্টবয় বনাম লাস্টবয়ের দ্বৈরথ। যে লড়াইয়ে বাজি মারলো লাস্টবয় সানরাইজার্স হায়দ্রাবাদ। দিল্লি ক্যাপিটালসকে ১৫ রানে হারিয়ে মরশুমের প্রথম জয় অর্জন করলো তারা।
আজ টুর্নামেন্টের ১১তম ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দিল্লি ক্যাপিটালস। ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেন হায়দ্রাবাদ অধিনায়ক ওয়ার্নার এবং উইকেটরক্ষক বেয়ারস্টো। দশম ওভারে দলীয় ৭৭ রানের মাথায় ওয়ার্নার (৩৩ বলে ৪৫) আউট হলেও অর্ধশতরান করে রাবাদার বলে আউট হন বেয়ারস্টো (৪৮ বলে ৫৩)। এরপর ফর্মে থাকা মনীশ পান্ডে (৩) ব্যর্থ হলেও মরশুমের প্রথম ম্যাচে খেলতে নেমে নিজের জাট ছিনিয়ে দেন কেন উইলিয়ামসন (২৬ বলে ৪১)। রাবাদা (৪-০-২১-২), অমিত মিশ্র (৪-০-৩৫-২) দের বোলিংয়ে হায়দ্রাবাদ ৪ উইকেটে ১৬২ রানে ইনিংস শেষ করে।
দিল্লি ইনিংসের শুরুতেই উইকেট হারায় গত ম্যাচে ১ রানের জন্য শতরান হাতছাড়া করা পৃথ্বী শা। উইকেটে জমে গিয়েও রশিদ খানের বিষাক্ত স্পিনের সামনে আত্মসমর্পন করেন শিখর ধাওয়ান (৩১ বলে ৩৪), অধিনায়ক শ্রেয়াস আইয়ার (২১ বলে ১৭) এবং রিসভ প্যান্ট (২৭ বলে ২৮)। হায়দ্রাবাদ বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ে শেষ দুই দিল্লির টার্গেট দাঁড়ায় ৩৭ রান। দুর্দান্ত বোলিং করেন রশিদ খান (৪-০-১৪-৩), ভুবনেশ্বর কুমার (৪-০-২৫-২), নটরাজনরা (৪-০-২৫-১)। ১৯ তম ওভারে ভুবনেশ্বর কুমার মাত্র ৯ রান দেন। যার সুবাদে দিল্লি বধ করে পয়েন্ট তালিকায় দুইধাপ ওপরে উঠে আসে তারা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊