পঞ্চায়েত প্রধান যখন করোনা যোদ্ধা



সুভাশিষ দেবনাথ, আলিপুরদুয়ার:- 

আলিপুরদুয়ার জেলার আলিপুরদুয়ার দুই নং ব্লকে টটপাড়া এক নং অঞ্চলে করানো ভাইরাস মারাত্মক আঁকার ধারণ করছিলো। একই পরিবারে একাধিক সদস্যের শরীরে সংক্রমণ দেখা গিয়েছিল। করোনার সংক্রমণ রুখতে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান দ্যুৎকুমার রায় সমস্ত এলাকার সংক্রমণ বৃদ্ধির ঘটনা মাথায় রেখে কিভাবে সংক্রমণ ঠেকানো যায় তা খতিয়ে দেখে বিভিন্ন এলাকায় করোনা সংক্রান্ত সরকারি বিধিনিষেধ নিয়ে জোরকদমে প্রচার শুরু করেন। 


সংক্রমিত পরিবারগুলোতে রুটিনমাফিক খাদ্যসামগ্রী থেকে শুরু করে যাবতীয় দায়িত্ব নিজ হাতে তুলে নেন। 


প্রধান দ্যুৎকুমার রায় জানান আমি বর্তমান পরিস্থিতিতে কয়েকজন সচেতন দলীয় কর্মী নিয়ে সাধারণ মানুষের পাশে থেকে করোনা সংক্রমণ যেন ছড়িয়ে না পরে সেদিকে প্রতিমুহূর্তে নজর রাখছি। অন্যদিকে দেখা গিয়েছে একজন করোনা যোদ্ধা নিসেবে প্রধানের তৎপরতায় সংক্রমণ অনেকটাই কমে গিয়েছে। গ্রাম পঞ্চায়েত এলাকার সমস্ত জনগন প্রধানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 


নাম প্রকাশে অনিচ্ছুক করোনা সংক্রমিত এক যুবক জানায় আমাদের প্রধান সাহেব আমাদের নিত্যপ্রয়োজনীও সমস্ত দায় ভাড় পরিবারের প্রধান নিসেবে নিজের কাঁধে তুলে নিয়েছেন।