করোনা মহামারীকালে দিনহাটা পুলিশের মানবিক মুখ




করোনা মহামারী কালে করোনা যোদ্ধা হিসাবে পুলিশের ভূমিকা  যথেষ্ট প্রশংসনীয়। একের পর এক নমুনা উঠে এসেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। এমনই আর একটি মানবিক ঘটনার সাক্ষ্যি থাকলো দিনহাটার নাগরিক। 

গত ২ তারিখ রাতে দিনহাটার এক দোকানদার দোকানের সাটার খুলেই চলেযান বাড়িতে। রাতে টহল দেবার সময় নজরে আসে পুলিশের।  যথারীতি গভীর রাতে পুলিশ দোকানের নামানো অর্ধেক সাটার দেখে বুঝে যান কিছু গণ্ডগোল রয়েছে।

মাঝরাতে দোকানদারের ফোন নাম্বার সংগ্রহ করে ফোন করেন কিন্তু কোন সাড়া মেলে  না। অবশেষে পুলিশ দোকানটি নিজেরাই তালা দিয়ে থানায় চাবি নিয়ে যান। 


কোচবিহার পুলিশের পক্ষ থেকে প্রসঙ্গত জানানো হয়-" গত ০২.০৯.২০২০ তারিখে দিনহাটা শহরে জনৈক কাজল তালুকদার  হয়তো রাতে দোকান বন্ধ করার সময় অন্যমনস্ক হয়ে তালা খোলা রেখেই চলে যান কিন্তু দোকানের সাটার ছিল বেশ কিছুটা নামানো I 

শহরে টহলরত দিনহাটা থানার সাব ইন্সপেক্টর তাপস বাবুর নজরে পরে যে , দোকান খোলা কিন্তু কেউ নেই তখন তিনি কাজল বাবুর ফোন নম্বর জোগাড় করে তাকে রাতেই ফোন করেন কিন্তু গভীর রাতে বার বার ফোন করা সত্ত্বেও ফোন ধরেন নি I অবশেষে পুলিশ নিরুপায় হয়ে দোকানের সাটার বন্ধ করে চাবি নিয়ে আসে থানায় I পরদিন কাজল বাবু খেয়াল করেন তার দোকানে চাবি দেওয়া কিন্তু তার কাছে সেই চাবি নেই সঙ্গে সঙ্গে থানায় যোগাযোগ করে দোকানের চাবি ফিরে পান এবং দোকান খুলে দেখেন তার দোকানের সমস্ত মালপত্র যেমন ছিল ঠিক তেমনি আছে I" 
 
বর্তমান দিনে কোভিড পরিস্থিতিতে পুলিশ যেভাবে সাধারণ মানুষকে সাহায্য করছে এটা তার অন্যতম এক উদাহরণ বলে মনে করছেন দিনহাটার সাধারণ মানুষ  I