মানুষের অধিকার ফিরে পেতে ভারতীয় মানবাধিকার সংরক্ষণ সংঘ



সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান

আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যের অশান্তির পাশাপাশি নানা ধরনের অসামাজিক কার্যকলাপ রুখতে ভারতীয় মানবাধিকার সংরক্ষণ সংঘ হিউম্যান রাইটস ক্যাম্পের আয়োজন করল।এদিনের সভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঙ্গীতা চক্রবর্তীম বলেন সামনে বিধানসভা ভোট। এই বিধানসভা ভোটকে কেন্দ্র করে নানা ধরনের অসামাজিক কার্যকলাপ, অশান্তির পাশাপাশি মানুষের অধিকার কেড়ে নেওয়া হবে এই রাজ্যে। নির্বাচনের সময় অশান্তি অসামাজিক কার্যকলাপ ও মানুষের অধিকার যাতে হনন না হয় সে কারণে জেলার প্রতিটি ব্লকে ব্লকে অভিযোগকেন্দ্র খুলতে চলেছে ভারতীয় মানবাধিকার সংরক্ষণ সংঘ।



সঙ্গীতা দেবী আরো বলেন এতে রাজ্য সরকারের যদি সহযোগিতা না পাওয়া যায় তাহলে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন সেন্ট্রাল পিএম ও দপ্তরে এবং সুপ্রিম কোর্টে আবেদন জানানোর সাথে সাথে যাতে দ্রুত অধিকার পাওয়া যায় সেই কারণেই ব্লকে ব্লকে এই সংগঠন ছড়িয়ে দেওয়ার হচ্ছে। আজ বর্ধমানে একটি অনুষ্ঠান ভবনে রাজ্যের ষোলটি জেলা থেকে প্রায় শতাধিক ব্লকের শতাধিক প্রতিনিধি উপস্থিত আছেন এ কর্মশালায়।