কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা

সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান


মাধ্যমিক উচ্চমাধ্যমিক ৫০জন কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দিলো বেলকাশ গ্রাম পঞ্চায়েত।


পাশাপাশি পঞ্চায়েত অফিসের মিটিং হলে  প্রাক্তন পঞ্চায়েত প্রধানদের ছবি উম্মোচন করা হয়। পর্দা সরিয়ে প্রাক্তনিদের ছবি উন্মোচন করেন  বর্ধমান এক পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি ফাল্গুনী দাস রজক, বর্ধমান এক পঞ্চায়েত সমিতির কর্মাদক্ষ নুরুল হাসান বেলকাশ গ্রাম পঞ্চায়েতের প্রধান জাহানারা খাতুন। 


এছাড়া এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুমা মালিক, বেলকাশ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মানিক নন্দী ও উপস্থিত ছিলেন উদয় পল্লী শিক্ষা নিকেতন হাই স্কুলের প্রধান শিক্ষক,বেলকাশ পঞ্চানন হাইস্কুলের প্রধান শিক্ষক,বর্ধমান হাই মাদ্রাসা স্কুলের প্রধান শিক্ষক, তেজগঞ্জ হাই স্কুলের প্রধান শিক্ষক, তালিত হাই স্কুলের প্রধান শিক্ষক সহ মোট ৫টি স্কুলের ৫০জন ছাত্র-ছাত্রীরা।


সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্র ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় মানপত্র ,একটি বইয়ের পাশাপাশি এটি চারা গাছ।মূলত ছাত্র ছাত্রী দের শিক্ষা মনোযোগী করতেই এই উদ্যোগ।সংবর্ধনা পেয়ে খুশী ছাত্র ছাত্রীরা।