আজ থেকে পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হল তারকেশ্বর মন্দির
বৃহস্পতিবার সন্ধ্যায় তারকেশ্বর মঠে পুরোহিত মণ্ডলী, পুরসভার প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান, বিডিও, প্রদর্শক মণ্ডলী ও স্থানীয় ব্যবসায়ীদের বৈঠকের পর আজ থেকে পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হল তারকেশ্বর মন্দির ।
প্রসঙ্গত করোনার জেরে জারি লকডাউনের কারণে দীর্ঘ ৫ মাস বন্ধ থাকার পর অবশেষে খুলছে তারকেশ্বর মন্দির। করোনার সংক্রমণ থেকে সতর্কতায় ভক্তদের জন্য গর্ভগৃহে প্রবেশ নিষিদ্ধ। দুর্গাপুজো পর্যন্ত মন্দিরের গর্ভগৃহে প্রবেশ নিষিদ্ধ থাকবে।
চোঙের মাধ্যমে জল ঢালছেন ভক্তরা। তারকেশ্বর মঠের তরফে জানানো হয়েছে, ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মন্দিরের ৩টি গেট পর্যায়ক্রমে খোলা হবে। মেনে চলতে হবে করোনা বিধি। পরিস্থিতি স্বাভাবিক হলে ফের আগের অবস্থায় চলবে সবকিছু।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊