Latest News

6/recent/ticker-posts

Ad Code

উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরের শিবলিঙ্গ ছুঁতে পারবেন না ভক্তরা, জানাল সুপ্রিম কোর্ট, Devotees should not rub Shivalingam at Mahakaleshwar Temple in Ujjain: Supreme Court

 


উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরের শিবলিঙ্গ ছুঁতে পারবেন না ভক্তরা, জানাল সুপ্রিম কোর্ট



মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে শতাব্দী প্রাচীন মহাকালেশ্বর মন্দিরের শিবলিঙ্গ ছুঁতে পারবেন না ভক্তরা এমনই ঐতিহাসিক রায় দিল শীর্ষ আদালত। 


ভক্তদের হাতের চাপে ক্রমশ ক্ষয়ে যাচ্ছে শিবলিঙ্গ সেই ক্ষয় রোধ করতেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মন্দির কমিটি। সেই প্রেক্ষিতেই এদিন সুপ্রিম কোর্ট পুণ্যার্থীরা মন্দিরে শিবলিঙ্গে হাত দিতে পারবেন না বলেই জানিয়ে দিল। 


সু্প্রিম কোর্টের রায়ে বলা হয়েছে, কোনও পুরোহিতের সামনে কোনও ভক্ত শিবলিঙ্গে হাত দেয় তার দায় ওই পুরোহিতের। মন্দিরের নিজস্ব পুজো ছাড়া কোনও সময়েই শিবলিঙ্গে হাত দেওয়া চলবে না। 


জানা গিয়েছে, শীর্ষ আদালত আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (এএসআই) ও জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (জিএসআই)রিপোর্টের ভিত্তিতেই করেই এই রায় দিয়েছে। শতাব্দী প্রাচীন শিবলিঙ্গটিকে সংরক্ষণ করার জন্যই তাতে হাত দিতে বারণ করা হচ্ছে।


জানা গেছে, একটি বিশেষজ্ঞ টিমের ২০১৯ এর রিপোর্ট অনুযায়ী শিবলিঙ্গের ক্ষ্য শুরু হয়েছে। ক্ষয় রোধ করতে ভেজাল দুধ, ঘি, মাখন লেপা যাবে না। এর পরিবর্তে খাঁটি ঘি ঢালা যেতে পারে। প্রয়োজনে মন্দির কমিটিকে ব্যবস্থা নিতে হবে। নয়তো ক্ষয় রোধ সম্ভব নয় বলেই জানায় বিশেষজ্ঞরা। তার ভিত্তিতেই সুপ্রিম কোর্টের এই রায়। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code